দুর্মুল্যের বাজরে মুসলমানদের সম্প্রসারণ ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৪ মে, ২০১৪, ০৬:০৬:১৯ সন্ধ্যা

ইসলাম, কুরআন, রাসুল সাঃ এবং মুসলমান এই কয়টি নাম যেন কাফের ও মুশরিকরা শুনিলেই তাদের গায়ে এক রকম এলার্জি হয় তাই যখন যেখানে যে কোন অঘটন ঘটুক না কেন কোন প্রমাণ ছাড়াই মুসলমানদের উপর সরাসরি দোষ দিয়ে তাদেরকে দমনের চেষ্টা চলে । এমনই প্রক্রিয়া চলে আসছে এবং এই অপপ্রচারে প্রাথমিকভাবে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কিন্তু পরবর্তীতে এর প্রভাব আমরা লক্ষ্য করছি যে এমন কোন অঘটনের সাথে মুসলমানরা কোনভাবেই সম্পৃত্ত নয় ফলে মানুষের যখন ভুল ভাঙছে তখন যে সব অমুসলিম মুসলমানদের সান্নিধ্যে থেকে অবলোকন করার পর তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় কারণ তারা দেখে যা অপপ্রচার হচ্ছে তার দুরতম নিকটে মুসলমানরা নেই। তাই সহসা এরা ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে ।

গত কয়েক মাসে দুবাইয়ে বসবাসরত এক হাজারেরও বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করায় দেশটিতে বিদেশীদের মধ্যে ইসলাম গ্রহণের হারে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

খালিজ টাইমস জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছর দুবাইয়ে অমুসলিমদের মধ্যে ইসলাম গ্রহণের হার নাটকীয় হারে বেড়েছে। এই বছরের (২০১৪) গোড়া থেকে প্রতিদিন শত শত অমুসলিম দারুল বার ইসলামী তথ্য-কেন্দ্রে এসে তা পরিদর্শন করেছেন।

এই কেন্দ্রের পরিচালক রশিদ আজ জানিব খালিজ টাইমসকে জানিয়েছেন, দুবাইয়ে গত জানুয়ারি মাসে কেবল এই কেন্দ্রে এসে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের সংখ্যা হলো ২০৫ জন। আর এই কেন্দ্রের বাইরেও আরো অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় সম্ভবত এই মাসটিতেই সবচেয়ে বেশি সংখ্যক অমুসলিম দুবাইয়ে ইসলাম গ্রহণ করেছেন।

তিনি আরো জানান, দুবাইয়ে গত ফেব্র“য়ারি মাসে ইসলাম গ্রহণ করেছেন মোট ২৩৮ জন, মার্চ মাসে ২৩৭ জন, এপ্রিল মাসে ৩৮৩ জন এবং গত মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনেই ইসলাম গ্রহণ করেন ২৫০ ব্যক্তি। এই শেষোক্ত ২৫০ জনের মধ্যে ৪৮ জন ইসলাম গ্রহণ করেছেন দারুল বার ইসলামী তথ্য-কেন্দ্রের সহায়তা ও দিক-নির্দেশনায়।

কেন এত ব্যাপক হারে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন-এই প্রশ্নের জবাবে আজ জানিব জানান, যে বিষয়টি অমুসলিমদের ইসলামের দিকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে তা হলো এ ধর্মে তারা আন্তরিকতা বা একনিষ্ঠতা ও ভালোবাসা দেখছেন। তিনি বলেন, আমরা এই কেন্দ্রে অমুসলমানদের কাছে ইসলামের প্রকৃত শিা তুলে ধরার চেষ্টা করছি।

দারুল বার ইসলামী তথ্য-কেন্দ্রের একজন কর্মকর্তা বলেছেন, (চলতি বছরে এখনও প্রায় সাড়ে ৭ মাস বাকি থাকতেই) দুবাইয়ে গত মে মাসের গোড়া পর্যন্ত মুসলমান হয়েছেন ১০৬৩ ব্যক্তি।

২০১২ সালে এখানে মুসলমান হয়েছেন এক হাজার ৯৭ জন, আর ২০১৩ সালে ইসলাম গ্রহণের হার দশ শতাংশ বেড়ে ২১১৫ জনে পৌঁছে।

২০১১ সালে দুবাইয়ে ইসলাম গ্রহণ করেছিলেন ১৩৮০ জন, ২০১০ সালে ১৫০০ জন এবং ২০০৯ সালে এক হাজার ৫৯ জন।

যারা মুসলমান হচ্ছেন তারা প্রধানত ফিলিপাইন, চীন, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, ক্যামেরুন, কেনিয়া, নাইজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, ব্রিটেন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, মিয়ানমার, সিরিয়া, জর্দান ও ল্যাটিন আমেরিকান দেশগুলোর নাগরিক। রয়টার্স, এএফপি।

Click this link

বিষয়: বিবিধ

৮৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225622
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইসলামের প্রচার ও প্রসারের খবর পড়লে সত্যি অনেক তৃপ্তি পাই ,,ধন্যবাদ
২৫ মে ২০১৪ দুপুর ০১:২০
172924
আমি মুসাফির লিখেছেন : এটাই তো প্রকৃত ঈমানদারদের পরিচয় ।

ধন্যবাদ
225641
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
আফরা লিখেছেন : অনেক খুশী হলেম ।
২৫ মে ২০১৪ দুপুর ০১:২০
172926
আমি মুসাফির লিখেছেন : এটা মুসলমানদের জন্য খুশীর সংবাদই বটে।

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File