মুখের ভাষা ভাতৃত্ব নষ্টের অন্যতম কারন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ মে, ২০১৪, ০৬:৩৫:৪১ সন্ধ্যা
মানুষের মন অনেক চঞ্চল সেই চঞ্চলতার কারণে মনের মধ্যে পরিবর্তন দেখা দেয় অতি তারাতারি। মনে আঘাত আসলে সেই মন চঞ্চলতার অতি মাত্রার ক্ষমতা নিয়ে সে পরিবর্তন চায়। মনের ভেতর লুকিয়ে থাকে ধার্মীকতা, আপন চরিত্র , সংস্কৃতি ,রাজনীতি ,অর্থনীতির হিসেব সহ সকল হিসেব এক কথায় মন হচ্ছে মানুষের " গুদাম " সেই গুদামে সব রাখা থাকে। যখন গুদামে আগুন লেগে যায় তখন সব পুড়ে ছাই হয়ে যায়।
আমার মতে গুদাম পুড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী অস্ত্র হচ্ছে মানুষের মুখের ভাষা। ভাষা ব্যাবহারের মাধ্যমে পর কে আপন আর আপন কে পর করা এক বারে সহজ। আবার সেই পর করা আর আপন করা অনিচ্ছায় ও হয়ে থাকে।মূল কথা মুখের ভাষা ভাতৃত্ব নষ্টের অন্যতম পন্থা।
প্রিয় বন্ধুরা আমি যা বলতে চাচ্ছিলাম তা হলো কারো মনে আঘাত দিয়ে আর যাই হক ভাতৃত্ব ঠিকে না। আমাদের দেশে একটা ফালতু মার্কা প্রথা আছে এলাকা প্রথা। আমি যদি সিলেটি হই তাহলে অন্য এলাকার ভাইদেরকে কখনো বলতে পারিনা আমরা সিলেটি অনেক ভালো আপনারা সব পঁচা কিন্তু তা অনেকে বলেন। এই বলার মাধ্যমে রাজনৈতিক ,সামাজিক যে বন্ধন আছে সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ,সবচেয়ে বড় ভাতৃত্ব সেটা ও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমার বিষয় হচ্ছে একবারে ছোট্র কিন্তু তারপর ও দয়া করে একটু চিন্তা করে দেখবেন। আপনার একটি কথার মাধ্যমে অন্যের গুদামে আগুন লাগিয়ে ভাতৃত্ব নষ্ট করা থেকে দুরে থাকবেন। ধন্যবাদ !!
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন