সাউদীতে ধর্ষনের উপর গবেষনা

লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩২:৪৭ রাত



সাউদীতে ধর্ষনের উপর গবেষনা

লেখক- হাসান মাহমুদ

প্রকাশক- আবদুল হাকিম চাকলাদার (লেখকের অনুমোদনক্রমে)

এই ভিডিওটায় সাউদীর ধর্ষনের একটা চিত্র তুলে ধরা হয়েছে।এতে দেখানো হয়েছে সেখানে প্রায় এক চতুর্থাংস শিশু নিয়মিত ধর্ষিত হচ্ছে।

প্রায় ৪৬% ছাত্র/ছাত্রী সমকামিতার শিকার হচ্ছে।

৬২% ধর্ষনের কোন রিপোর্ট হচ্ছেনা।অনেক ক্ষেত্রে এসব ধর্ষন নিজস্ব আত্মীয় স্বজন দ্বারা হচ্ছে।

রিপোর্টে দেখানো হয়েছে ১৬% ধর্ষন আত্মীয় স্বজন দ্বারা হচ্ছে।

এদের মধ্যে ৫% হয় ভাই-বোনের মধ্যে, ২% শিক্ষকদের দ্বারা. ১% হয় পিতা/মাতার দ্বারা।

জেদ্দার আর্ম ফোর্স হাসাতালের প্রেসিডেন্ট DR. INAM (AL-RABI) সতর্ক করে বলেছেন-আমরা অদুর ভবিষ্যতে এমন একটি সমাজ পেতে চলেছি, যেখানে সমকামিতার প্রাদুর্ভাব এসে যাচ্ছে।

কারণ, হাসপাতালে ধর্ষিত শিশুর আগমনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। একই সংগে শিশুদের উপর নির্যাতন ও বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো উল্লেখ করেন, হাসপাতালে প্রতি সপ্তাহে অন্ততঃ ৩ জন করে ধর্ষনের আঘাত প্রাপ্ত শিশু চিকিৎসার জন্য আগমন করতেছে।

পশ্ন- এই গবেষনাটা কত এরিয়া লয়ে করা হয়াছে?

উত্তর-সঠিক এরিয়াটা আমার জানা নাই। তবে এটা সাউদী জাতির নিকট থেকে গ্রহণ করা হয়েছে।এটা সাউদীদের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।এটা অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য।

এ ছাড়াও সাউদীর একটি সামাজিক প্রতিষ্ঠানের অফিসের তদারকীতেও একটি প্রকাশনা বেরিয়েছে, সেটাও অত্যন্ত ভয়াবহ।

এই রিপোর্টে দেখানো হয়েছে, রিয়াদের ৪৬% ছাত্র/ছাত্রী সমকামিতার শিকার হয়েছ।

জেদ্দায় ২৫% ছাত্র/ছাত্রী সমকামিতার শিকার হয়েছে।

তিনি দাবি করছেন, আমাদের অতিসত্বর এটা প্রতিহত করা প্রয়োজন।

তিনি দুখ করে করে বলেছেন আমাদের সমাজের ছাত্র- ছাত্রীদের একটি অংস সমকামী তে পরিণত হয়ে গিয়েছে।আমাদের কোন শক্ত সমাজ নাই।

এ সংবাদ গুলী বর্তমানে সাউদী পত্রিকাগুলী ফলাও করে প্রকাশ করছে।

লেখক পরিচিতি-

বই ও ভিডিও এর লেখকওয়ার্ল্ডমুসলিমকংগ্রেসেরউপদেষ্টাবোর্ডেরসদস্য, দ্বীনরিসার্চসেন্টারহল্যাণ্ড-এররিসার্চএসোসিয়েট, মুসলিমসফেসিংটুমরো‘রজেনারেলসেক্রেটারী, ফ্রিমুসলিমসকোয়ালিশন-এরক্যানাডাপ্রতিনিধি, আমেরিকান ইসলামিক লিডারশীপ কোয়ালিশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং খুলনা‘র “সম্মিলিতনারীশক্তি”রউপদেষ্টা। শারিয়ার উপরে “শারিয়াকি বলে, আমরাকিকরি” ওআন্তর্জাতিকপ্রশংসিতডকু-মুভি “হিল্লা“, “নারী” ও “শারিয়াপ্রহেলিকা” –লণ্ডন ও টরন্টো‘র স্কুলে ধর্মীয় শিক্ষা ক্লাসে দেখানো হয়।

লেখকের নিজস্ব সাইটঃ http://hasanmahmud.com/

সূত্র-

https://www.youtube.com/watch?v=eqZLrtpp9t0

http://www.translatingjihad.com/2012/....

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265983
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৫

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 8870

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> লিটুয়ারা লিখেছেন : I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
265990
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৯
মনসুর আহামেদ লিখেছেন : ইসলাম ঈভান ,অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File