প্রবাসী সোহেল রানার স্ত্রী রিক্তাকে বিয়ে করলেন রেলমন্ত্রী
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ০২ নভেম্বর, ২০১৪, ১০:৪৫:১৩ রাত
দেশের আলোচিত ৬৭ বছর বয়সে রেলমন্ত্রি মজিবুল হক মজিবের বিয়ে নিয়ে গোপন তথ্য ফাঁস করে দিলেন রেলমন্ত্রির আলোচিত বিবাহিতা স্ত্রী হনুফা অক্তারের স্বামী প্রবাসী সোহেল রানা। যানা যায় আজ থেকে ৭ বছর আগে পরিবারিক ভাবে হনুফা আক্তার রিক্তার সাথে বিয়ে হয় সোহেল রানার। বিয়ে পর স্বামী সোহেল রানা চলে যায় প্রবাসে। ভোটর তালিকায় হনুফা আক্তার রিক্তার স্বামী হিসাবে সোহেল রানার নাম উল্লেখ করা হয়। এতে তার পিতার নাম উল্লেখ করা হয় হাবিবুল্লাহ মুন্সী, গ্রাম মিরাখোলা উপজেলা চান্দিনা।
স্ত্রী রিক্তার ইচ্ছে উচ্চতর ডিগ্রি নেওয়ার, তাই স্বামী সোহেল রানা প্রবাসে থেকেও স্ত্রী রিক্তার প্রতি অগাধ বিশ্বাস রেখে তাকে ঢাকায় পড়াশুনা করার জন্য পাঠায়। গ্রাম থেকে আসা রিক্তা ঢাকায় এসে তার চোখ খুলে যায়। সে দেখে রঙ্গিণ সপ্ন । আজ থেকে ৩ বছর আগে প্রাথমিক বিদ্যালয় চাকরী জন্য তদবির করে রেলমন্ত্রির কাছে। তখনই রেলমন্ত্রির চোখে পরে রিক্তা।ভাল লাগা থেকে ভালবাসা। এভাবে তাদের মধ্যে চলে মন-আদান প্রদান। অপর দিকে স্বামী বেচারা সোহেল রানা আগাধ বিশ্বাস স্ত্রী উপর মাসে মাসে স্ত্রীর রিক্তা ভোরন পোশনের জন্য টাকা পাঠায়। এভাবে চলছে রেলমন্ত্রি মজিবের সাথে অবৈধ সম্পর্ক। এক পর্যায়ে লোক জানাজানি হবার ভয়ে সিদান্ত নেয় পরিনয়ের। এর পর সারাদেশে গণমাধ্যমে প্রচার হয় ৬৭ বছর বয়সে চিরকুমার থাকছেনা রেলমন্ত্রি। শুরু হয় রেলমন্ত্রির বিয়ের আনুষ্টনিকতা।
এদিকে বিয়ে উপলক্ষে কনে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলা মিরখোলা গ্রামে সরকারী খরচে রাস্তা মেরামত করা হয়। কনে বড়িতে করা হয় ২টি টিনসেট বিল্ডিং, সেখানে ২টি টয়টেলে এসি বসানো হয়। (চলবে)
বিষয়: বিবিধ
১০১৩৯২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাকী কোন বিদ্বেষপ্রসূত হয়ে পোষ্টটি দিয়েছেন !
ধন্যবাদ,জানাবেন প্লীজ।।
কোন তথ্য পাইনি।
সবার মত আমিও তথ্য সুত্র ছাড়া বিষয়টাকে আপাততঃ মেনে নিয়ে সাধুবাদ জানাতে পারলাম না আপনাকে......।
জনাব ব্লগার, তথ্য-প্রমান ছাড়া এভাবে লিখলে মানুষ তা গল্প হিসাবে ধরে নেবে।
কোন সোর্স ছাড়া এই পোস্ট যে শুধু শুধুই মজা নিতে দিয়েছেন তাতে আপনি আসলেই সাকসেসফুল ,কারণ- ৪৮০০০ ও অধিক বার পঠিত হয়েছে আপনার এই পোস্ট টি মাত্র ১২ টা মন্তব্যের বিপরীতে (আমারটা সহ)
মন্তব্য করতে লগইন করুন