প্রবাসী সোহেল রানার স্ত্রী রিক্তাকে বিয়ে করলেন রেলমন্ত্রী

লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ০২ নভেম্বর, ২০১৪, ১০:৪৫:১৩ রাত



দেশের আলোচিত ৬৭ বছর বয়সে রেলমন্ত্রি মজিবুল হক মজিবের বিয়ে নিয়ে গোপন তথ্য ফাঁস করে দিলেন রেলমন্ত্রির আলোচিত বিবাহিতা স্ত্রী হনুফা অক্তারের স্বামী প্রবাসী সোহেল রানা। যানা যায় আজ থেকে ৭ বছর আগে পরিবারিক ভাবে হনুফা আক্তার রিক্তার সাথে বিয়ে হয় সোহেল রানার। বিয়ে পর স্বামী সোহেল রানা চলে যায় প্রবাসে। ভোটর তালিকায় হনুফা আক্তার রিক্তার স্বামী হিসাবে সোহেল রানার নাম উল্লেখ করা হয়। এতে তার পিতার নাম উল্লেখ করা হয় হাবিবুল্লাহ মুন্সী, গ্রাম মিরাখোলা উপজেলা চান্দিনা।

স্ত্রী রিক্তার ইচ্ছে উচ্চতর ডিগ্রি নেওয়ার, তাই স্বামী সোহেল রানা প্রবাসে থেকেও স্ত্রী রিক্তার প্রতি অগাধ বিশ্বাস রেখে তাকে ঢাকায় পড়াশুনা করার জন্য পাঠায়। গ্রাম থেকে আসা রিক্তা ঢাকায় এসে তার চোখ খুলে যায়। সে দেখে রঙ্গিণ সপ্ন । আজ থেকে ৩ বছর আগে প্রাথমিক বিদ্যালয় চাকরী জন্য তদবির করে রেলমন্ত্রির কাছে। তখনই রেলমন্ত্রির চোখে পরে রিক্তা।ভাল লাগা থেকে ভালবাসা। এভাবে তাদের মধ্যে চলে মন-আদান প্রদান। অপর দিকে স্বামী বেচারা সোহেল রানা আগাধ বিশ্বাস স্ত্রী উপর মাসে মাসে স্ত্রীর রিক্তা ভোরন পোশনের জন্য টাকা পাঠায়। এভাবে চলছে রেলমন্ত্রি মজিবের সাথে অবৈধ সম্পর্ক। এক পর্যায়ে লোক জানাজানি হবার ভয়ে সিদান্ত নেয় পরিনয়ের। এর পর সারাদেশে গণমাধ্যমে প্রচার হয় ৬৭ বছর বয়সে চিরকুমার থাকছেনা রেলমন্ত্রি। শুরু হয় রেলমন্ত্রির বিয়ের আনুষ্টনিকতা।

এদিকে বিয়ে উপলক্ষে কনে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলা মিরখোলা গ্রামে সরকারী খরচে রাস্তা মেরামত করা হয়। কনে বড়িতে করা হয় ২টি টিনসেট বিল্ডিং, সেখানে ২টি টয়টেলে এসি বসানো হয়। (চলবে)

বিষয়: বিবিধ

১০১৩৯২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280646
০২ নভেম্বর ২০১৪ রাত ১০:৫১
মহি১১মাসুম লিখেছেন : আপনার পোষ্টটির অনুকূলে সচিত্র যুক্তি এবং কাগজপত্র দাখিল করতে পারবেন কী?
নাকী কোন বিদ্বেষপ্রসূত হয়ে পোষ্টটি দিয়েছেন !
ধন্যবাদ,জানাবেন প্লীজ।।
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৪
225264
গ্রীণ ওয়ে লিখেছেন : ২য় কিস্তি পড়লে আশা করি উত্তর পাবেন।
280653
০২ নভেম্বর ২০১৪ রাত ১১:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : লেখার সূত্র কোথায়? নাকি মনগড়া লিখলেন ভাইজান?
280659
০৩ নভেম্বর ২০১৪ রাত ১২:১২
মুক্ত কন্ঠ লিখেছেন : গল্প মনে হচ্ছে!!!
280679
০৩ নভেম্বর ২০১৪ রাত ০২:২৯
শেখের পোলা লিখেছেন : সত্যি হলে ভাল নয়ত অযথা বদনাম ছড়ানো ভালনয়৷
280686
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৩:২৬
নাছির আলী লিখেছেন : ভাই আপমাকে ধন্যবাদ টুকু দিতে পারলানা কারন লেখাতে
কোন তথ্য পাইনি।
280697
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৪:২৬
কাহাফ লিখেছেন :
সবার মত আমিও তথ্য সুত্র ছাড়া বিষয়টাকে আপাততঃ মেনে নিয়ে সাধুবাদ জানাতে পারলাম না আপনাকে......। Thumbs Down Thumbs Down Thumbs Down
280812
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমিও সহমত সকলের নাখে। তথ্য প্রমান ছাড়া বিশ্বাস করতে পারলাম না বলে দুঃখিত।
280828
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৯
সুশীল লিখেছেন : মাইনাস
280869
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৮:০৭
বাজলবী লিখেছেন : অাওয়ামী গন্ধ লেগেছে অাপনার গায়ে। দলিল ছাড়া পোষ্ট বেমানান।
১০
280960
০৪ নভেম্বর ২০১৪ রাত ০১:২৪
সাবু আলু লিখেছেন : প্রমাণ দিলেও আজকাল সব মিথ্যা প্রমাণিত হয় । প্রমাণের অপেক্ষায় রইলাম
১১
281050
০৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
সুজায়েত শামীম লিখেছেন : মানুষটি এই বয়সে এসে বিয়ে করেছেন, তাকে নিয়ে হাসি-তামাশা-ফাজলামি করা ঠিক নয়। তাকে নিয়ে মিডিয়া একটু বেশি বাড়াবাড়ি করছে।
জনাব ব্লগার, তথ্য-প্রমান ছাড়া এভাবে লিখলে মানুষ তা গল্প হিসাবে ধরে নেবে।
১২
281232
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৬
হতভাগা লিখেছেন : পাত্র যদি মন্ত্রী হয় তাহলে শুধু বিবাহিত মেয়ে কেন , মেয়ের মা এমনকি নানীও এক পায়ে দাড়িয়ে যাবে সেই পাত্রকে বিয়ে করার জন্য ।

কোন সোর্স ছাড়া এই পোস্ট যে শুধু শুধুই মজা নিতে দিয়েছেন তাতে আপনি আসলেই সাকসেসফুল ,কারণ- ৪৮০০০ ও অধিক বার পঠিত হয়েছে আপনার এই পোস্ট টি মাত্র ১২ টা মন্তব্যের বিপরীতে (আমারটা সহ)
১৩
281725
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১২
গ্রীণ ওয়ে লিখেছেন : ২য় কিস্তি পড়লে আশা করি উত্তর পাবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File