আক্রান্ত বাংলাদেশ
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৪৭:০৫ রাত
আমাকে হত্যা করে ওরা মিছিলে
আমাকে হত্যা করে ওরা মায়ের কোলে
আমাকে হত্যা করে ওরা বিদ্রোহী প্রহরে
হত্যা করে ওরা পথে-পান্তরে
ওরা হত্যা করে ইটবাটা থেকে রাস্তার কিনারায়
গুলি চালায় আমার বুকে ও মাথায়
আমি আহত ও নিহত হই তখন যখন বলে বন্দুক যুদ্ধে আমার প্রলয়
কষ্ট পাই তখন, যখন ঘর থেকে তুলে বলে আক্রমন করতে গিয়ে আমি আক্রান্ত
ওহে আক্রান্ত আমি নই, আক্রান্ত বাংলাদেশ।আমাকে হত্যা করে ওরা মিছিলে
আমাকে হত্যা করে ওরা মায়ের কোলে
আমাকে হত্যা করে ওরা বিদ্রোহী প্রহরে
হত্যা করে ওরা পথে-পান্তরে
ওরা হত্যা করে ইটবাটা থেকে রাস্তার কিনারায়
গুলি চালায় আমার বুকে ও মাথায়
আমি আহত ও নিহত হই তখন যখন বলে বন্দুক যুদ্ধে আমার প্রলয়
কষ্ট পাই তখন, যখন ঘর থেকে তুলে বলে আক্রমন করতে গিয়ে আমি আক্রান্ত
ওহে আক্রান্ত আমি নই, আক্রান্ত বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক্সাটলি
এই মাইর চলছে , চলবে অবিরাম
মন্তব্য করতে লগইন করুন