বিশ্ব ভালোবাসা দিবস;শুধুই কী ছেলেরা দায়ী?অথবা শুধুই কী মেয়েরা দায়ী?

লিখেছেন লিখেছেন অশ্বারোহী মজলুম ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৫৮:৪২ রাত

আজ তথাকথিত "ভালোবাসা দিবস"!

কতক নষ্ট, কাণ্ডজ্ঞানহীন, শয়তানের শিকারে পরিণত হওয়া ছেলে-মেয়েদের জন্য আজ দিনটা অন্যরকম। তাদের ভাষায় আজ "বিশ্ব ভালোবাসা দিবস"..... আমাদের অনেকেই এই দিবসের গোড়াপত্তন সম্পর্কে ওয়াক্বিফহাল আছি।এটা যে বিজাতীয় নষ্টা সংস্কৃতি তা সবারই জানা আছে।কিন্তু কেন এই নষ্টামীর হাট বসানো? কেন এক অবলা মেয়ের স্বতীত্ব নষ্ট করা? এসবের জবাব সেইসব "স্মার্ট জেনারেশন'র কাছে নাই।এক্ষেত্রে মেয়েরাও কি দায়ী নয়? হ্যাঁ!! এক হাতে তালি না বাজার সত্যতা সবাই স্বীকার করে।একটা মেয়ে যদি পর্দার মত ফরজে আইন মেনে চলে,তাকে কে আহবান করে? আজ আফসোসের শেষ নেই এই জাতির,পুলিশের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এদের নষ্টামীর বিঘ্ন না ঘটার জন্য..........!

আল্লাহ্‌ তুমি হেফাজত করো____________আমীন

বিষয়: বিবিধ

৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File