মাঝে মাঝে ডুব মারতে হয়, আড়াল হওয়ার জন্য

লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ১৫ ডিসেম্বর, ২০১৪, ১২:৩৬:৫২ রাত



মাঝে মাঝে ডুব মারতে হয়, আড়াল হওয়ার জন্য। একটুখানি আড়াল হলেই কাছের মানুষ চেনা যায়। দরজাটা খুলে রাখলে অনেক মানুষেইতো আসে, হিসাব রাখা যায় না। দরজাটা আটকে ঝিম মেরে বসে থাকলেই বোঝা যায়, ক'জন কড়া নেড়ে খোঁজ করে।

তোমার হাসির সাথে হাসবে, এমন মানুষেরও অভাব হয়না। তোমার কান্নার সাথে কাঁদবে এমন মানুষও পাওয়া যায়। কিন্তু তোমার চুপচাপ থাকার মূহুর্তে, মুখে হাসি ফোটাবে এমন মানুষেরই বড্ড অভাব, ঠিক আড়ালে তুমি কাঁদছো কিনা ঐটুকু খুঁজে নেয়া আর বুঝে নেয়ার মানুষেরই বড্ড অভাব।

মনটা ভালো নেই, না থাকলেই বা কার কি?

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File