যে সকল কারণে হত্যা হতে পারেন ওয়াশিকুর বাবু
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ৩০ মার্চ, ২০১৫, ০৩:৩৮:২৯ দুপুর
ওয়াশিকুর বাবু একজন ব্লগার, বিশেষ করে মুক্তমনা। তিনি শুধু ধর্মই নয় তিনি সরকার, সেনাবাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরের সমালোচক। তবে তা হোক না যুক্তিক বা অযুক্তিক ।
সরকারের বিরুধী মনোভাবের প্রতিপলন হিসেবে তাকে দেখা যায় তখন যখন সরকার সারা দেশে ৫০০ মসজিদ নির্ণমানের ঘোষনা দেন। এটা নাকি সরকার পতনের আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করবে।
শুধু তাই নয় এই ব্লগার আমাদের গর্ব বাংলাদেশ সেনাবিাহিনী নিয়েও বেপাস মন্তব্য করতে দেখা যায়। বর্তমান সময়ে চলা পাহাড়ের অসন্তোস নাকি সেনাবাহিনী হাত মদত রয়েছে বলে মনে করেন। আর সেনাবাহিনী নাকি পাহাড়ীদের দিয়ে টার্গেট প্র্যাকটিস করছে। অথাৎ পাহাড়ীদের হত্যা করে নিজেদের হাতের স্বীকার কেমন তা দেখছে।
এইখানে শেষ নয় তিনি ধর্ম বিরোধী মন্তব্যও করতে পিছপা হননি। অযুক্তিক ও অমার্জিত ব্যবহার করেছে ধর্মের নামে। বিশেষ করে ইসলাম ও হিন্দু ধর্মের বিরুদ্ধে। তার মতে অভিজিৎ রায় হত্যার কারনে “ইসলাম ধ্বংস হোক”। তিনি আরো মন্তব্য করেন মুমিনরা নাকি মশা মাছি আর উকুন। মুমিনদের নাকি ঈমান নেই। ইত্যাদি ব্যাফাস মন্তব্য করতে দেখা যায়।মসজিদ-মন্দির রক্ষা করা সেক্যুলারদের কাজ নয়। তার মতে মসজিদ-মন্দিরে সাম্প্রদায়িক, অবৈজ্ঞানিক, কুসংস্কারাচ্ছন্ন, লিঙ্গ বিদ্বেষী, জাত বিদ্বেষী, শ্রেণী বৈষম্য সমর্থক যেসব বিষবাক্য উগরে দেওয়া হয় তা থেকে বিশ্বাসীদের রক্ষা করাই সেক্যুলারদের কাজ।
বিঃদ্রঃ সকল হত্যাকে হত্যা বলে মনে করি। এই পোষ্টোর মানে এই নয় এই হত্যাকে সার্পোট করি।
লেখা সূত্রঃ
১) https://www.facebook.com/obishwashi?fref=ts
বিষয়: বিবিধ
১৫৯৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অতি খাটো হয়োনা ছাগলে মুড়ে খাবে।
দুনিয়ার বাইর! এবার বুঝবে কত ধানে কত চাল!
মন্তব্য করতে লগইন করুন