স্বাধীনতার ঘোষণা ২০১৫
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩০ মার্চ, ২০১৫, ০৪:৩৮:৩৬ বিকাল
স্বাধীন দেশে ৪৬ বৎসর পরেও আমরা রাজনীতিবিদদের ক্ষমতার বিলাসী স্বপ্নের কাছে পরাধীন। চারিদিকে দেশ ধ্বংসের আর ৭১ এর ন্যায় ক্ষমতায় যাওয়া ও থাকার জন্য মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা দৃশ্যে নির্বাক অসহায় মানুষের কান্না। বিত্তশালী রাজনীতিবিদদের হেয়ালী ঘোষণায় বিলাসী জীবন যাপনে আর তামাশার প্রহসনে আমাদের সাধারণ মানুষের রুজি-রুটি বন্ধ। আজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী ঘরবন্দী। রপ্তানী বন্ধ, ব্যবসা বন্ধ। দেশের ব্যবসা পাঠিয়ে দিচ্ছি অন্য দেশে। স্বাধীন দেশে আজ শিশুরা বোমা আতংকে স্কুলে না যেয়ে বাসায় বন্দি আর দেখছে বাবা মার বোবা কান্না। স্বাধীন দেশে থেকেও ক্ষমতালোভী রাজনীতিবিদদের ইচ্ছার কাছে আমরা কত অসহায়। ৭১এ পাকিস্তানী হানাদাররা আমাদের গুলি করে হত্যা করেছে আর আমরা স্বাধীন দেশে নিজ ভাই-বোন সন্তানদের পুঁড়িয়ে হত্যা করছি। বার্ণ ইউনিটে পোড়া মানুষের আহাজারি নিয়ে তামাশা করছি। ধ্বংসের প্রান্তে বাংলাদেশকে পৌছে না দিতে আজ বড্ড প্রয়োজন ১৯৭১ এর ন্যায় নতুনভাবে রাজনৈতিক পরাধীনতার কাছ থেকে আমাদের সাধারণ মানুষের মুক্তির স্বাধীনতার ঘোষণা আর নতুনভাবে বাঁচার মুক্তিযুদ্ধ ২০১৫।
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করেন না কি!!! চাকুরী!
এইরকম পার্শিয়াল দরদ কেন আপনাদের? চারদিকে শুধু পোড়া মানুষই দেখেন, তিন হাৎ সমান একটি দেহে ৫০টির বেশি গুলি করে মেরে ফেলা রক্তাক্ত দেহ আপনার চোখে পড়ে না? চিরদিনের জন্নিযো খোঁজ হয়ে যাওয়া ব্যক্তির স্বজনের গগন বিদারী কান্না আপনার কানে আসে না???? তা আসবে কেন? যদি বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হন!
মন্তব্য করতে লগইন করুন