নাস্তিকদের জানাযা হবে কেন? তারাই বা কেন দিবে?
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ৩১ মার্চ, ২০১৫, ০৫:৫৫:৫১ বিকাল
তারা যেহেতু স্বঘোষিত নাস্তিক বা ধর্ম অথবা এর সাথে সর্ম্পকিত কোন কিছুতে তারা এক মত না তাহলে তাদের জানাযা ধর্মীয় বিধিবিধান মেনে তাদের কেন শেষকৃত্ত হবে। তারা তাদের পরিবার পরিজনকে বলতে পারেনা অথবা বলে যেতে পারে না যে আমার মৃত্যুর পর আমাকে সাগরে বা নদীতে পেলে দিবে, নতুবা কোন মেডিকেলে দান করে দিবে।
নাকি তাদেরকে যারা হত্যা করেছে ঈমানি দায়িত্বে তাদের মতো অন্য কোন ব্যাক্তি বিশেষ তাদেরকে বাধ্য করছে এগুলো লিখতে তারও ঈমানি দায়িত্বের খাতিরে। আজ আমাদের এই সব বিষয় গুলো ভাবতে হবে। যা আজ ওয়াশিকুর বাবুর জানাযা দেখে খুব ভাবাচ্ছিল।
এর সমাধানের পথ একটাই সকল নাস্তিক বা মুক্তমনা অথবা ধর্মীয় মৌলবাদে বিশ্বসী তাদেরকে নিজ নিজ অবস্থান হতে স্পষ্ট করে বলতে হবে তাদের আদর্শ উদ্দেশ্য কি? এবং তারা তাদের সমস্ত জীবন কিভাবে অতিবাহিত করবে। তাদের জন্ম মৃত্যু সব সব কিছুই কিসের ধারা নিয়ন্ত্রিত হবে। আর সরকার এখানে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। এই সকল মুক্তমনাদেরকে ২য় মুক্তিযুদ্ধের সন্তান বলবে আর মৌলবাদকে কি দিয়ে অবহিত করবে।
বিষয়: বিবিধ
১৩৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন