“ভাগ্য” যা আপনার তা শুধুই আপনার_ _ _
লিখেছেন লিখেছেন উত্তম৪৯ ৩১ মার্চ, ২০১৫, ০৫:৩০:৫৪ বিকাল
মোহাম্মদপুর টু মতিঝিল যাতায়াত পথ । সন্ধ্যায় পথে যেতে যেতে মত্স্য ভবন থেকে ভীষণ জ্যাম পেলাম তাই পায়ে হেটেই রওনা দিলাম নিরুপায় হয়ে । হাটতে হাটতে অনেকটা পথ পেরিয়ে এসেছি । মন চায় না আর হাটি , জ্যাম ছাড়বে এই আশায় বিআরটিসির একটা লো-ম-ম-ম-ম্বা গাড়িতে উঠে পরলাম । এখন গাড়ি ছাড়ার অপেক্ষায়, শুধু আমি না আরও অনেকেই অপেক্ষায় ................পা দুটো ভীষণ লেগে গেছে আমার, ইশ _! যদি একটু বসতে পারলাম । দুঃখিত সে সুযোগটা বুঝি নাই । এক মিনিট এক মিনিট করে পুরো ২৫(পচিশ) মিনিট কেটে গেল আমি দাড়িয়েই আছি কিন্তু জ্যাম আর ছাড়ছে না । বিরক্ত না হয়ে উপায় কি আর ! তার উপর আবার পায়ে ব্যথা হচ্ছে দাড়িয়ে থাকতে ।
বিরক্তির বিষয়টিকে Ignore করবো বলে এপাশ - ওপাশ করতে থাকলাম | লো-ম-ম-ম-ম্বা গাড়িটার মাঝ বরাবর (দুই বডির সংযোগস্থলে) দাড়ানোর জায়গায় এক বৃদ্ধ আর ও তার বৃদ্ধা স্ত্রী এক হাতে ভর করে বাসের গায়ে হেলান দিয়ে এবং অন্য হাতে বাসের হাতল ধরে দাড়িয়ে আছে । বৃদ্ধ লোকটি অসুস্থ মনে হলো আর বৃদ্ধার হাতে X-Ray রিপোর্টের মত একটা বড় খাম । বুঝলাম, সত্যি তিনি একজন রুগী। তাদের ঠিক উল্টো দিকে আরও একজন বৃদ্ধ দাড়িয়ে আছে হাতে বাজারের ভারী একটা বেগ নিয়ে। তাদের মত মানুষকে দাড়িয়ে থাকতে দেখে আমার কষ্ট এবার উধাও। ভাবছি আসে পাশে এত লোক কেউ কি এদের একটু জায়গা দিতে পারে না কিন্তু দেবেই বা কিভাবে জ্যাম এর যে বেহাল দশা ! গাড়ি এবার হালকা হালকা বাড়ছে কিন্তু লাভ নাই, হেটেই গাড়িটাকে পার করে দেয়া যাবে । খানিক বাদে বাদেই কড়া ব্রেক, সবাই উল্টে পরার উপক্রম । আমি তখনও ওই বৃদ্ধ লোক গুলো দিকে তাকিয়ে আছি , আমার করার কিছু নেই । আমি হয়তো বসে থাকলে একজনকে সিটটা দিতে পারতাম । কিন্তু , হায় রে ! কপাল ___
সত্যি সত্যি একটা সিট পেলাম এক্ষনি _
আমি সাথে সাথে বৃদ্ধ লোক টিকে ডেকে বললাম : এইযে চাচা এদিকে আসুন , এখানে একটা সিট আছে । তিনি আমার দিকে এগিয়ে এসে বসলেন । গাড়ির অন্য লোকেরা বিষয়টি লক্ষ্য করলেন । গাড়ি চলছে এবার , নিজের পায়ের ব্যথা ভুলে-ই গেছি বৃদ্ধ লোকটিকে বসতে দিতে পেরে | আমি বেজায় খুশি। কিন্তু ওই আরেকটি বৃদ্ধ তার জন্যও তো আমার আফসোস হচ্ছে । কি তাজ্জব মিনিট ৫ (পাচে-ক) পরেই সিটে বসে থাকা বৃদ্ধ আমার হাত ধরে বললেন এবার আপনি বসেন । আমি সাথে সাথেই দাড়িয়ে থাকা অন্য বৃদ্ধটাকে বসতে বললাম, এবার তিনি ও এসে বসলেন । বসতে বসতে বললেন "আমি কাওরান বাজারে নামবো" । সামনেই কাওরান বাজার এবার তিনিও নেমে গেলেন । আমি আবারও দেখতে লাগলাম আরো কেউ আছে কিনা এরকম বৃদ্ধ । তখনি পাশের লোকটি আমায় বলল - 'ভাই আসলে ওই সিটে আপনারই রিজিক আছে বসার _ এবারে আপনি বসেন'
মনে পরে গেল আমার এক কাছের মানুষের কথা ,
তার ভাষ্যে _ যদি তোমার কোথাও রিজিক থাকে আর ওটা যদি তুমি কোথাও বিলিয়েও দেও তারপরেও তোমার রিজিক টা তোমার কাছেই ফিরে আসবে , যেটা তোমার নামে সেটা তুমিই পাবে "
সত্যি-ই তাই হলো , রিজিকটা আমারই ছিলো !!!!
এবারে আমি খুশি মনে বসলাম |
( সকল প্রশংসা সৃষ্টিকর্তার................................)
বিষয়: বিবিধ
৮৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন