স্বাধীনতা কাঁদে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ ডিসেম্বর, ২০১৪, ১২:২৯:৫৪ রাত
স্বাধীনতা আজ ফুপিয়ে কাঁদে
পরেছে সে সৈরাচারের ফাদে।
স্বাধীনতা আজ মচকে গেছে
কখন যে যায় ভেঙ্গে ?
স্বাধীনতা আজ শয়তানের খপ্পরে
কখন যে যায় হারিয়ে ?
স্বাধীনতা আজ চিত্কার করে বলে
আমি কি যাচ্ছি ফুরিয়ে ?
স্বাধীনতা আর্তনাদ করে ,
বাচাঁও বাচাঁও বাচাঁও বলে।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাচাঁও বাচাঁও বাচাঁও বলে।’ এই লাইনগুলোকে আমি এভাবে বলবো-
‘স্বাধীনতা আজ ভিলেনের কপ্পরে পড়া
বাংলা সিনেমার নায়িকার মতো
আকাশ বাতাস প্রকম্পিত করে যে চিৎকার করছে- বাঁচাও.... বাঁচাও....
কিন্তু তার নায়ক! সে ঘুমে বেহুশ।
তাই তার নায়িকা আজ ভিলেনের হাতে উপর্যোপুরি ধর্ষিত হচ্ছে।’
এখানে নায়ক জনগণ অর্থে, আর নায়িকা স্বাধীনতা অর্থে। অনেক ধন্যবাদ সুন্দর কবিতার জন্য
চুপ থাকার দিন ফুরিয়েছে উঠতে হবে জ্বলে
স্বাধীনতার অশ্রু মুছে না কাটিয়ে সময়
ছিনিয়ে আনতে হবে কাঙ্ক্ষিত সেই বিজয়.. ইনশাআল্লাহ!
আওয়াজ কমে এসেছে।
বাস্তব চিত্র।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন