যখন রাসূলুল্লাহ (সাঃ) তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন
লিখেছেন লিখেছেন রুহািন ১১ জানুয়ারি, ২০১৪, ১০:০২:৫১ রাত
আব্দুল্রাহ ইবনে মুহাম্মাদ র...ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (সাঃ) তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন, তখন বলতেনঃ ইয়া আাল্লাহ সমস্ত প্রশংসা আপনারই জন্য, আপনি রক্ষক আসমান ও যমিনের এবং যা কিছু এগুলোর মধ্যে আছে, আপনিই তাদের নূর্ আর যাবতীয় প্রশংসা শুধু আপনারই। আসমান যমীন এবং এ দু'এর মধ্যে যা আছে, এ সব কিছুকে সুদৃড় ও কায়েম রাখার একমাত্র মালিক আপনিই। আর সমূহ প্রশংসা একমাত্র আপনারই। আপনিই সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার কথা সত্য, আাখিরাতে আপনার সাক্ষাৎ লাভ করা সত্য, বেহেশত সত্য, দোযখ সত্য, কিয়ামত সত্য, পয়গাম্বরগণ সত্য এবং মুহাম্মাদ (সাঃ) সত্য। ইয়া আল্লাহ! আপনারই কাছে আত্মসমর্পণ করেছি। আমি একমাত্র আপনারই উপর ভরসা রাখি। একমাত্র আপনারই উপর ঈমান এনেছি। আপনারই দিকে ফিরে চলছি। শত্রুদের সাথে আপনারই খাতিরে শত্রুতা করি। আপনা্রই নিকট বিচার চাই। অতএব আমার আগের পরের এবং লুক্কায়িত প্রকাশ্য গুনাহসমূহ মাফ করে দিন। আপনি কাউকে এগিয়ে দাতা, আর কাউকে পিছিয়ে দাতা আপনি ছাড়া আর কোন মাবুদ নেই। (বুখারী- ৫৮৭৮)
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন