জয় ও পরাজয়

লিখেছেন লিখেছেন রুহািন ০৮ জানুয়ারি, ২০১৪, ০৯:৫০:০৭ রাত

দৃষ্টি ভঙ্গির আলোকে জয় ও পরাজয়ের সংজ্ঞা নির্দ্ধারিত হয়। আর দৃষ্টিভঙ্গি গত পার্থক্যের কারণে জয় ও পরাজয়ের সংজ্ঞায় পার্থক্য লক্ষ করা যায়। বস্তুবাদী ও বস্তুগত দৃষ্টি ভঙ্গিতে দু'চোখে যে বিজয় দেখা যায়; সামনে যা সাধারণত ও জ্ঞান গবেষনায় উপলব্ধি করা যায় সেটাই চূড়ান্ত বিজয়। কিন্তু ইসলামী নৈতিকতার আলোকে জয়-পরাজয়ের সংজ্ঞায় ভিন্নতা লক্ষ করা যায়। উহুদের যুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জখম, আহত, দান্দান মুবারাক শহীদ হয়েছে; সত্তর জন সাহাবীর শহীদি দেহ মাটিতে লুটিয়ে পড়েছে; মুজাহিদগণ ছত্র ভঙ্গ ও দিক বিদিক বিক্ষিপ্ত ছুটাছুটি করছেন এমন পরিস্থিতিতে আল্লাহর ঘোষণা হলো: "তোমরা হতাশ হয়োনা, তোমরা ভয় পেওনা তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হয়ে থাক"। তাহলে দেখা গেল উহুদে পরাজয় হয়নি কারণ তারা ছিলেন ঈমানদার। অর্থাৎ বিজয়কে ঈমানের সাথে শর্তযুক্ত করা হয়েছে। সর্বোপরি ইসলামী হুকুমাত কায়েম হলেও আমাদের ঈমান যদি আল্লাহর নিকট গ্রহণ যোগ্য না হয় তাহলে সেটা হবে আমাদের চূড়ান্ত পরাজয়। পক্ষান্তরে আমাদের ঈমান যদি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়; আমাদের নেক আমল যদি কবুল করেন তাহলে আশা করা যায় আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন আমাদের ত্রুটিগুলো এবং ইসলামী হুকুমাত কখনও কায়েম না হলেও সেটাই আমাদের চূড়ান্ত বিজয় এবং তা কেউ ছিনিয়ে নিতে পারবেনা।

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160589
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:২১
শিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
161483
১১ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৬
রুহািন লিখেছেন : স্বাগতম অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File