মরণ পথের যাত্রী
লিখেছেন লিখেছেন রুহািন ০৯ জানুয়ারি, ২০১৪, ১০:১৩:১৩ রাত
মরণ পথের যাত্রী তুমি
হাস কেমন করে?
ক'দিন পরে যাবে চলে
তোমার ওই কবরে।
এই দুনিয়ার মায়ায় পড়ে
সব গিয়েছ ভুলে।
কি জবাব দেবে বল
আমল না করিলে?
নামায রোযা না করিলে
জ্বলবে আগুন গোরে।
এই খেলাঘর সাংঘ করে
যাবে আপন ঘরে।
কী সেখানে পাবে তুমি
তোমার আপন ঘরে?
দ্বীন কায়েমের পথ ধরে
সামনে চল ওরে।
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন