তুমি+আমি
লিখেছেন লিখেছেন রবিউল করিম বাবু ০৯ জানুয়ারি, ২০১৪, ০৯:৫০:২৫ রাত
স্বপ্নবালিকা, কেমন আছো?
আমি নীল নীলয়, মোহাম্মদপুর ঢাকা.. মনে পড়ে?
সম্পর্কের স্মৃতি, ভালোবাসার ঋন অথবা রাত জেগে
কথা বলার গল্পগুলো ভুলে যাওয়া কতো সহজ তাইনা?
আজ ভালোলাগা ফুরিয়ে গেছে বলে অবশিষ্ট শুধু নীরবতা।
আসলে আরেকটা পথ শুরু আরেকটা স্বপ্ন নিয়ে।
নতুর কাউকে ভালোবাসো? হয়তো সেও বাসে তোমায়..
কিন্তু কোন লাভ নেই বোকা মেয়ে, কোন লাভ নেই।
পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে সমস্ত অনুভূতি,
ঝরাপাতার মতো মানুষের কন্ঠ থেকে ঝরে গেছে সব গান।
চারদিকে শুধু অপারগতা আর শুকনো ভদ্রতা।
কন্ঠস্বরে আকুলী বিকুলী যাই থাকুক কেমন আছো/ভালো আছি
কথা শুধু ওইটুকুই বাকিটুকু দীর্ঘশ্বাস পিচঢালা দীর্ঘ পথের মতোই.. .। নাকি আবার শুন্য থেকে শুরু করতে চাও? একটু উল্টো করে=
তুমি হবে বস্তির মেয়ে আমি কোন রাজপুত্র!
ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঢাকায় তিনটা বাড়ি পাজেরো চারটা!!
না থাক ভন্ডামী ভালোলাগেনা তোমার মতো।
তুমি খুব তুচ্ছ অথবা দামি,, যদিও পুরনো সব যেমন তুমি+আমি।
বিষয়: সাহিত্য
১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন