দুনিয়ার মোহ

লিখেছেন লিখেছেন রুহািন ১০ জানুয়ারি, ২০১৪, ০৮:১৭:১৫ সকাল

পৃথিবী ছেড়ে যেতে চাইনা এ মন

তবুও চলে যেতে হবে যখন!

থাকবেনা কাছে কেউ করতে যতন

কি হবে পরপারে ভাব কি এখন?

জীবনের সব কাজ হিসাব দিতে

দাড়াতে হবে কাল হাসরে!

যা কিছু করেছ তুমি দিনে ও রাতে

বলবে সবে দেখ আমারে।

তুমি কি পারবে হিসাব মিলাতে

খোদার সামনে দাড়াবে যখন?

পারবনা প্রভু আমি হিসাব দিতে

যদি না ক্ষমা কর আমারে!

রাত দিন ছুটি আমি করুনা পেতে

ক্ষমা করগো প্রভু আমারে।

আমাকে নিও তোমার জান্নাতে

কবুল কর এ জীবন মরণ।

বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161635
১২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০০
জাগো মানুস জাগো লিখেছেন : nice....may allah give us the realization.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File