কাদের মোল্লার 'মৃত্যুদন্ড' রায় দিয়ে 'সুপ্রিমকোর্ট' নিজের মৃত্যুদন্ড কার্যকর করেছে আর গতকাল ছিল জানাযা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৭:১০:১৬ সন্ধ্যা



প্রবীন আইনজীবি ব্যারিস্টার রফিক-উল-হক গতকাল সুপ্রিমকোর্টে আওয়ামী লীগের বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বলেছেন 'সুপ্রিমকোর্ট' এর জানাযা হয়ে গেছে। কিন্তু তিনি যে সত্য কথাটি বলেননি তা হচ্ছে শহীদ আবদুল কাদের মোল্লা (র.) মৃত্যুদন্ড এর রায় দিয়ে 'সুপ্রিমকোর্ট' নিজের মৃত্যুদন্ড কার্যকর করেছে। সেই মৃত্যুর দুই সপ্তাহ পর গতকাল সুপ্রিমকোর্টের জানাযা হয়েছে। উল্লেখ্য, এস.কে. সিনহা আর শামসুদ্দিন মানিক এর মত জুডিশিয়াল কিলারদের সুপ্রিমকোর্টে নিয়োগ দিয়ে সুপ্রিমকোর্ট কে ICU তে নেওয়া হয়েছিল।

নিষ্পাপ আবদুল কাদের মোল্লাকে নিম্ন আদালতও মৃত্যুদন্ড দিতে পারেনি অথচ সুপ্রিমকোর্ট সেই জঘন্য কাজটিই করেছে। অথচ ন্যায় বিচারের স্বার্থে সুপ্রিমকোর্ট শতাধিক মানুষের খুনী কশাই কাদের সম্পর্কিত কয়েকটি প্রশ্ন যেমন,

ক. কশাই কাদেরের বাড়ী কি ফরিদপুর ছিল?

খ. কশাই কাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগরে ছাত্র ছিল?

গ. কশাই কাদের কি ঢাবি এর শহিদুল্লাহ হলের ছাত্র ছিল?

ঘ. কশাই কাদের কি একাত্তরে শতাধিক খুন করে চুয়াত্তরে ঢাবিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিল?

ঙ. কশাই কাদের কি উদয়ন স্কুলের শিক্ষক ছিল?

চ. কশাই কাদের কি পাবলিক রাইফেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিল?

ছ. কশাই কাদের কে কি শেখ মুজিব ইসলামিক ফাউন্ডেশনে চাকরি দিয়েছিল?

জ. কশাই কাদের কি দুইবার সাংবাদিক ইউনিয়নের নেতা ছিল?

কিন্তু এসব প্রশ্নের উত্তর না খুঁজে একজন বোরকা পড়া ভাড়াটে মহিলার অনুমান ভিত্তিক সাক্ষের ভিত্তিতে আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদন্ড দিয়েছিল। অতএব রাষ্ট্রের নিরীহ নাগরিক হত্যার দায়ে সুপ্রিম কোর্টের মৃত্যু ও জানাযা অস্বাভাবিক কিছু না।

কয়েকটি প্রশ্ন তদন্ত কর্মকর্তারা বিহারী কশাই কাদের এর সমস্ত দোষ চাপিয়ে বাঙ্গালী আবদুল কাদের মোল্লার উপচ

বিষয়: বিবিধ

১৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File