ইনডিয়াকে বলছি আপনাদের মনোনীত লেন্দু দর্জীকে ক্ষমতায় হয়ত আনা যাবে কিন্তু তিনি দেশ চালাতে পারবেন না। রাজপথে বন্দুক কতদিন তাক করে রাখবেন?
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৭:০৬:২৪ সন্ধ্যা
ইনডিয়া মুখে যাই বলুক তাদের উদ্দেশ্য পরিস্কার। তারা চাইছে লেন্দু দর্জী টাইপের প্রধানমন্ত্রী। তারা আওমীলীগ নামক দলটার পেছনে বস্তায় বস্তা টাকা বিনিয়োগ করেছে। এই দেশে একের পর এক রাজনৈতিক সন্ত্রাস উস্কে দিয়েছে। তারা এই দেশের বিচার বিভাগ ধ্বংস করেছে, প্রশাসন কে ধ্বংস করেছে। আওয়ামীদের ধ্বংস করে বামলীগ নামক কট্রর বাকশাল নামক নতুন রাজনৈতিক দল তৈরি করেছে। গত পাচ বছর বাংলাদেশের সংগে নানান গোপন চুক্তি করে দেশটাকে ক্রমশ সিকিমের মত দখল করে নিতে সচেষ্ঠ থেকেছে।
কোথাকার কোন থার্ট ক্লাস সুজাতা প্রকাশ্য এই দেশে লেন্দু দর্জীর মত প্রশাসক থাকার পক্ষে মত প্রকাশ করেছে।
দেশের স্পর্শকাতর বহু সরকারী চাকুরিতে ইনডিয়ান নাগরিকদের চাকুরি দেওয়া হয়েছে। আওয়ামীদের পাতানো নির্বাচনে প্রার্থী নির্বাচনেও ইনডিয়ান র” নির্দেশনা দিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে।
এই অবস্থায় আজ যখন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন তারা হস্তক্ষেপ করতে চান না, সেটা নিছক ভণ্ডামী। এই দেশের বেশির ভাগ মানুষ এখন পাকিস্তানের মত ইনডিয়াকেও ঘৃনা করে।
ইনডিয়াকে আমরা প্রতিবেশি হিসেবে দেখতে চাই। তবে তার মোড়লগীরি আর প্রভুত্ব সুলভ আচরণ মেনে নিবো না।
সিকিম এর মত তারা যদি এই রক্তের বিনিময়ে স্বাধীন হোয়া দেশটাকে তাদের ২৩ তম অঙ্গরাজ্য করতে চায় তবে সেটা তারা ভুল করবে।
এই দেশি নাগরিকরা নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বর ব্যাপারে সোচ্চার।
ইনডিয়াকে বলছি আপনাদের মনোনীত লেন্দু দর্জীকে ক্ষমতায় হয়ত আনা যাবে কিন্তু তিনি দেশ চালাতে পারবেন না। রাজপথে বন্দুক কতদিন তাক করে রাখবেন?
৩০/১২/১৩
সন্ধা
বিষয়: বিবিধ
১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন