থুথু বাবা এরশাদের দল উল্টা দিক থেকে প্রথম হয়েছে কিন্তু....
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০১ মার্চ, ২০১৪, ১২:০৩:৫৫ রাত
দশম জাতীয় নির্বাচনের আগেই থুথু বাবা এরশাদের দল ছিনতাই করেছিলো হাম্বারা।
হাসপাতাল ফেরত থুথুবাবা সরকারী দুধ হয়ে কাজ কর্ম ভালোই করছে।
যদিও বেসরকারী হিসেবে জাতীয় পার্টি সবচেয়ে নিচের পার্টি তারা উপজেলা নির্বাচনে সিট পেয়েছে মাত্র ১টি!
পৃথিবীর ইতিহাসে এমন আজব পার্টি আর নেই। যারা একটি দেশের প্রধান বিরোধী দল আবার সরকারেও আছে!
উপজেলা নির্বাচনে থুথু বাবা এরশাদকে জনগণ শুধু থুতু নয় সংগে জুতা পেটাও করছে।
সরকারী হাম্বা মন্ত্রীদের অবশ্য সময় যাচ্ছে মদে চুর হয়ে। আজ এক মাতাল বলছে, "উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি বিএনপি'র পক্ষে কাজ করেছে বলেই তারা ভাল করেছে"
এইসব ছাগল পাগলদের কে লাইনে আনবে?
ভাইস চেয়ারম্যান হিসেবে হাম্বারা যে জামায়াতের ও পিছনে আছে!
আওমীলীগ যদি নিরপেক্ষ নির্বাচন দিতো আমি বিশ্বাস করি তারা জামায়াতের চেয়ে কম আসন পেতো
বিষয়: বিবিধ
১৭১৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে এবার আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধ্বস এবং সবধরনের কুকাম/বদনামের জন্য হাসিনা এককভাবে দায়ী! একথা এখন কেউ বুঝুক আর না মানুক - খুব নিকট-ভবিষ্যতেই এই বাক্যটি সরব হওয়ার সম্ভাবনা রয়েছে!
অসাধারণ একটা কার্টুন।
মন্তব্য করতে লগইন করুন