বিএনপি নামক দলটা কিভাবে টিকে আছে ?

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৫ অক্টোবর, ২০১৪, ০৩:৪৮:৫৯ দুপুর



বিএনপি নামক দলটা কিভাবে টিকে আছে সেটা আমাকে প্রায়ই বিস্মিত করে। পিয়াস করিমের মৃত্যুদেহ নিয়ে ভূইফোড় বামদের বাড়াবাড়ি আর বিএনপির মুখে কুলুপ আটা দেখে মনে হল কেন যে বোকা মানুষ গুলি বিএনপির পক্ষে কথা বলে ! আরেকজনের কথা হয়ত সবাই ভুলেই গিয়েছেন। তিনি মাহমুদুর রহমান, যিনি সবার আগে শাহবাগে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। জেলে বসে এখন তিনি মৃত্যুর প্রহর গুনছে। আর বিএনপির বড় নেতারা এসি রুমে বসে আওয়ামীদের সংগে ব্যবসা বানিজ্য করতে ব্যস্ত! ঢাবির এক শিক্ষক কে সেদিন মেরে জামা কাপড় ছিড়ে ফেলা হল। ছেড়া জামা পড়া জাতিয়তাবাদী বুদ্ধিজীবির ছবি দেখে লজ্জায় আমার মাথা নুয়ে পড়েছিল।

সারা রাত নির্ঘুম থেকে ভেবেছি কোন পথে যাচ্ছে দলটি?

তিনবার ক্ষমতায় যাওয়া বিএনপির সব মিলিয়ে দশজন বুদ্ধিজীবিও নেই! আজ যারা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে কলাম লিখছে, টকশোতে কথা বলছে, তারা কেউই বিএনপি থেকে সুবিধা পায়নি । বিবেকের কাছে দ্বায়বদ্ধ হয়েই পিয়াস করিম বা মাহফুজ উল্লাহরা কথা বলছেন। কিন্তু তার পরিনামে কি হচ্ছে?

নতুনরা কি আসবে এমন হলে ?

ফালুর আরটিভি বিক্রি হয়েছে আওয়ামী এমপির কাছে, মির্জা আব্বাসের বৈশাখিও বিক্রি হয়েছে আওয়ামীদের কাছেই ! ফালুর এনটিভিতে শুরু থেকেই বামলীগপন্থীদের নিয়োগ দেওয়া হত। গোলাম সারোয়ারকেও বেগম জিয়ার পছন্দ করতেন। আজ তারা কোথায় ?

পিয়াস করিম মরে গিয়েছেন। কেন মরে গেলেন? তিনি টিভিতে বলেছেন তার উপর হামলা হতে পারে। নানান সময়ে তাকে হুমকি দিতো সরকারের গোয়েন্দা বাহিনী। মানসিক টর্চার করার কারনেই হয়ত পিয়াস স্যার অকালে চলে গেলেন। তার মৃত্যুর পরে এখন তার লাশ নিয়ে চলছে রাজনীতি। টকশোতে গিয়ে আর জবাব দেওয়ার সুযোগ নেই জেনেই, এখন ভূইভোড় সংগঠন তার লাশ নিয়ে নোংরা রাজনীতি করার সাহস করছে।

আজ আরেক জন কলামিষ্ট কে সংবাদ সম্মেলন করে বলতে হচ্ছে, আমরা লাশ নিয়ে শহিদ মিনারে যাবো, বাধা এলে দেখা যাবে !

কি লজ্জা! এই কথা গুলো কেন তাকে বলতে হলো? কোথায় ছাত্রদল? কোথায় বিএনপি?

কয়েকদিন আগে তালিকা করে সংবাদ কর্মীদের পয়সা দিয়েছে সরকার। প্লট-ফ্লাট সহ কত সুবিধা দেয় তারা। যারফলে একটি অবৈধ সরকার টিকে গেল।

কিন্তু বিএনপি ক্ষমতায় থাকলে এতটাই ওভার কনফিডেন্ট থাকে যে তারা আবদুল গাফফার চৌধুরী দুরে থাক একজন পিয়াস করিম ও তৈরি করতে পারেনা।

কথায় আছে যেই দেশে জ্ঞানীর কদর হয়না, সেখানে জ্ঞানী তৈরি হয়না।

আজ টকশোতে আরাফাত সুবাস সিং বা কপালে টিপ দেওয়া কর্লগালদের ও দেখি প্রমট করছে মিডিয়া !

তারেক রহমান তরুন নেতা অথচ তার আজ পযন্ত একটা ফেসবুক বা টুইটার আইডি নেই! দল পারলো না একটি ফেসবুক পেজ তৈরি করতে! কি বিচিত্র!!

দলের কাছে নেই এমন কোন তালিকা, কারা লিখছে, কারা বলছে, জাতিয়তাবাদের কথা? গত পাচ ছয় বছরের আলোকে বিভিন্ন বাংলা ব্লগে ফেসবুকে যারা লিখছে যারা টিভিতে কথা বলছে, পত্রিকায় কলাম লিখছে, একটি হলরুম ভাড়া করে তাদের একবেলা চা খাওয়ানোর সামর্থ ও কি নেই বিএনপির !!??

আমার লেখা অনেকের ভাল লাগেনা। অনেকেই বলেন আওয়ামীদের খুশি করতেই নাকি লিখি! যাইহোক জন্ম থেকেই একটা জিনিষ শিখেছি, সেটা হল নিজে যেটা বিশ্বাস করি, ধারন করি তা নি:দ্বিধায় বলে ফেলা।

সেটাই করে যেতে চাই। আমার কথায় যারা আহত হলেন একটু ভেবে দেখবেন এভাবে এলোমেলো ভাবে একটি দল চলতে পারেনা। আমাদের দ্বায়িত্ব নিতে হবে। কাজ করতে হবে। ডাটা তৈরি করতে হবে। আমাদের কারখানায় একটা সফটওয়্যার আছে, দশহাজার মানুষের বেতন, ওভার টাইম সহ জীবন বিতান্ত সেখানে আপডেট রাখা হয়। তিনজন ডাটাএন্টি অপারেটর দশ হাজার মানুষের হিসাব রাখছে!

বিএনপি কি পারেনা, এমন কোন সফটওয়্যার কিনতে যার মাধ্যমে তারা নেতা কর্মিদের ডাটা সংগ্রহ করবে। আপদে বিপদে তাদের খোজ রাখবে!

শহিদ প্রেসিডেন্ট জিয়ার আধুনিক ড্রেস মাথার ক্যাপ, সানগ্লাস, আর তার আধুনিক চিন্তা ভাবনার প্রেমে পড়ে স্কুল বয়স থেকেই জিয়ার আদর্শকে বুকে ধারন করে ছিলাম। ভাবতে কষ্ট হয় সেই আধুনিক মানুষটির দল এখন কত পেছনে পড়ে আছে।

এম এম ওবায়দুর রহমান।

মাদারীপুর।

১৫/১০/১৪

বিষয়: বিবিধ

১৬০৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274669
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৯
ইবনে আহমাদ লিখেছেন : আপনার সাথে একমত। একেবারে বাস্তব কথা বলেছেন। আপনাকে প্রিয়তে রাখা ছাড়া উপায় নেই। ধন্যবাদ।
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২০
218639
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আপনাকেও অনেক শুভেচ্ছা। ভাল থাকুন ভাই
Happy
274672
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৩
সুশীল লিখেছেন : ইবনে আহমাদ লিখেছেন : আপনার সাথে একমত। একেবারে বাস্তব কথা বলেছেন। আপনাকে প্রিয়তে রাখা ছাড়া উপায় নেই। ধন্যবাদ।
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২০
218640
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : Happy
274685
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৯
প্রবাসী আশরাফ লিখেছেন : অনেক দিন পর আপনার এমন জ্বালাময়ী লেখনী পেলাম...যথার্থই বলেছেন-বিশ্লেষন করেছেন...ইস! যদি তৃতীয় একটি শক্তিশালী দল সৃষ্টি করা যেত তাহলে আমাদের মতো সাধারন মানুষ বিএনপির দিকে অসহায়ের মতো চেয়ে থাকতোনা...দলটিকে আবারো ঢেলে সাজাতে পারলে হয়তো তৃতীয় দলের চাহিদা অনুভব করবেনা সাধারন জনগন।
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৩
218654
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : ভাই ব্যস্ততার জন্য আসতে পারিনা। ক্যারিয়ার নিয়ে একটু ঝামেলায় আছি।
274689
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৮
ফেরারী মন লিখেছেন : আপনি খুব ভালো বিশ্লেষণ করতে পারেন এবং করেছেন। বিএনপি সম্পর্কে আমার বলার তেমন কিছু নেই। শুধু এটুকু বলবো নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে না পারলে তার ধ্বংস অনিবার্য।
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৬
219607
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : অনেক ধন্যবাদ
274699
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বাবা-মায়ের ইন্তেকালে কষ্ট হয়না কার?? Broken Heart
আমারও হয়েছিল Crying

কিন্তু বিএনপি যেভাবে তিলে তিলে মৃত্যুর প্রহর গুণছে তার কষ্ট অনেক বেশী কিনা এটা নিয়ে মাঝে মাঝে ভাবিত হই- Crying

দেশপ্রেমিক আমজনতার জন্য বিএনপির অবস্থান বাবা-মায়ের মতই মনে হতো!

মধ্যপন্থী জনসাধারণ কি সত্যিই ইয়াতীম হয়ে যাবে?? Thinking Whew!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১০
218877
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
274762
১৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিএনপি টিকে আছে কেবল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নামের উপর। আর মানুষের সমর্থন এর উপর।
১৬ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৭
218868
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : হুম এটা সত্যি বলেছেন। আমারো তাই মনে হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File