চট্টগ্রামবাসীকে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১১ মার্চ, ২০১৪, ০৯:২০:৪৮ রাত

এই ষড়যন্ত্র রুখে দঁড়াতে হবে .....

কিছু সংখ্যক ডাক্তার নামধারী ব্যক্তিবর্গ চট্টগ্রামবাসীকে ঘুমের ঘোরে রেখে রাজনৈতিক নেতাদের ভুল বুঝিয়ে ব্যাক্তিগত,ব্যাবসায়ীক ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার দুর্ভিসন্ধি নিয়ে চট্টগ্রাম অঞ্চলের নিরিহ গরীব ও সাধারণ জনগণের চিকিৎসা সেবার গলে ছুরি বসিয়ে দিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করা হয়েছে।

একটি প্রতিষ্ঠিত সরকারী মেডিকেল কলেজকে কেন বিশ্ববিদ্যালয়ের নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত করা হলো?

বিশ্ববিদ্যালয় করার জন্য চট্টগ্রামের অন্য কোথাও কি কোন স্থান নেই?

মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যদি এতই সদিচ্ছা থাকে তবে সরাসরি মেডিকেল কলেজ কে ধবংস করে নয়। বরং কলেজ বহাল রেখেই একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব।

হতদরিদ্র মানুষগুলি আর এখানে বিনাপয়সায় চিকিৎসা সেবা পাবে না!

চমেক হাসপাতালটিতে 13শ বেডের হলেও প্রায় ২ হাজারেরও উপরে রোগী ভর্তি থাকেন।

মাত্র ১০ টাকার টিকিট দিয়ে হাজার হাজার রোগী চিকিৎসা সেবা পেয়ে থাকে।

এখন এই বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ রোগীরা চিকিৎসা সেবাতো দূরের কথা প্রবেশ করাও অনেক কষ্টকর হবে।

বতর্মানে মেধার ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮০ জন ছাত্র -ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। এখন বেসরকারি হওয়ার ফলে এই সুযোগতো থাকবেই না বরং কয়েক লক্ষ্য টাকা দিয়ে ছাত্র -ছাত্রী ভর্তি হতে হবে।

চট্টগ্রামের বি এম এ, এর সাবেক ও বতর্মানে নেতৃত্বে থাকা কিছু সংখ্যক নেতা নিজেদের হীনস্বার্থ ও দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য উঠেপড়ে লেগেছে। রাজনীতি ধান্দাবাজ নেতারা একেবারেই সোনায় সোয়াগা পোয়াবার মত অবস্থার সুয়োগ পেয়েছেন।

এই ষড়যন্ত্র রুখে দিতে হলে চট্টগ্রামের সাধারণ জনগণের চিকিৎসা সেবা নিশ্চয়তা চাইলে সকল সুশীল সমাজ, রাজনীতিবিদ সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবি ,মানবাধীকারকর্মী ও সাধারন নাগরিকদের এগিয়ে আসতে হবে, রুখে দিতে হবে এই অশুভ চক্রান্ত কে।

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190831
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
190841
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
বিন হারুন লিখেছেন : তিন বছর আগে একবার এক আত্মীয়কে দেখতে গিয়েছিলাম, চমেক.তে সেখানে ডাক্তারদের কথা জানি না, তবে সৎ দেখিনি গার্ড, লিফ্টম্যান, টলিম্যান, নার্স, ব্রাদার ইত্যাদি কাউকে. সবার আচরণে মনে হয়েছিল তারা যেন দেশের জালিম শাসক.
190842
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৬
হতভাগা লিখেছেন : কোথায় পাইছেন এই তথ্য ? লিংক টিংক কিছু দেন , আমরাও জানি ।
190846
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৪০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এই ষড়যন্ত্র রুখে দিতে হবে
190850
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,বিহ্সয়টা গুরুত্বের
190867
১১ মার্চ ২০১৪ রাত ১০:০৩
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমিও ব্যাপারটা নিয়ে চিন্তিত। বেসরকারি করলে আমাদের হত দরিদ্র জনগন কোথায় যাবে ?
190880
১১ মার্চ ২০১৪ রাত ১০:৩০
ইসতিয়াক হোসাইন জিপু লিখেছেন : update হন, সবাই জানে, আপনি জানেন না আর কি! @হতভাগা
190881
১১ মার্চ ২০১৪ রাত ১০:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্যাপরটা এখনও ক্লিয়ার নয়। মনে রাখতে হবে মেডিকেল কলেজ এবং হাসপাতাল ভিন্ন প্রসাশনিক পদ্ধতিতে পরিচালিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের অব্যবস্থাপনা এবং নিন্ম শ্রেনির কর্মচারি ও জুনিয়র ডাক্তার দের অভদ্রতা ও জুলমকারীর মানসিকতা বোধহয় বর্তমান আন্দোলনের জন্ম দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় হলেই হাসপাতালের বর্তমান সল্পব্যয়র চিকিৎসা কার্যক্রম যাতে বন্ধ না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। বিশ্ববিদ্যালয় হলে অবশ্যই ভাল হবে।
191361
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৪৪
সজল আহমেদ লিখেছেন : হ্যা ভাই একমত পোষন করছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File