★★★ জামায়াত মুক্ত গ্রাম, নাকি নাস্তিক মুক্ত বাংলাদেশ? ★★★

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ১১ মার্চ, ২০১৪, ০৯:১৯:১৪ রাত



১৯৭১সনে পশ্চিম পাকিস্তানের গাছ-বাঁশ পর্যন্ত বালের (BAL)পক্ষাবলম্বন করেছিল। শেখ মুজিবের ৭ মার্চের হিন্দুস্হানী চেতনায় উজ্জীবিত ভাষণ শোনে তৎকালীন বেকুব আম জনতা অখন্ড বঙ্গের জন্য রেন্ডিয়ার সর্বাত্মক সহযোগীতা নিয়ে লড়াইয়ে (বালের নেতারা যে রেন্ডিয়ার ৫তারা হোটেলে নারী আর মদ নিয়ে মশগুল ছিল;এই কথা কিন্তু কাউকে বলবেননা...! ) লিপ্ত হয়।

শেষপর্যন্ত অখন্ড বঙ্গের জন্য যারা লড়েছিল তারাই জয়ী হল।আর সেই থেকে আজ অবধি রেন্ডিয়ার গোলাম হয়ে থাকল বাংলার বেকুব আম জনতা। তখনও কিন্তু এই ★জামায়াত ইসলামীকে★বাংলার সবুজ ভূখণ্ড থেকে নিশ্চিন্ন করা করা যায়নি।

২০১৪ সালের এই ডিজিটাল যুগে এসেও যদি গ্রাম্য মেঠো পথের প্রবেশমুখে নামসর্বস্ব একটি সাইনবোর্ড লাগিয়ে ঘোষনা দেওয়া হল যে এটি **জামায়াত মুক্ত গ্রাম**!!! তাহলে আমাদেরকে কি এও বিশ্বাস করতে হবে যে, এই গ্রমটি সত্যি সত্যিই ভাল মানুষ মুক্ত গ্রাম ..?? এটাকি কখনও সম্ভব..?? নাকি এটা নাস্তিকদের দিবাস্বপ্ন?

"শুনে রাখ তবে যারা বাকশালী চেলা , Time Out Time Out Time Out

যদি কখনো পৃথিবীর কোন প্রান্তে শয়তান মুক্ত গ্রাম লিখে বিলবোর্ড টাঙানো হয় তবে আমি তা বিশ্বাস করতে রাজী আছি;কিন্তু নাস্তিকদের তৈরি করা এইসব অবান্তর সাইনবোর্ড কিংবা সহজ সরল গ্রাম্য মানুষদেরকে শয়তানের দোসর বানানোর মিশন সফল বাস্তবায়ন হবে একথা বিশ্বাস করা থেকে আমি সহ অগণিত মানুষের অবস্থান যোজন যোজন মাইল দুরে।

আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি;শহীদ আব্দুল কাদের মোল্লার রক্তস্নাত এই জমিনে নাস্তিক-মুরতাদ-মোনাফেকদের এই দিবা স্বপ্ন কখনো বাস্তবায়িত হবেনা। ইনশা আল্লাহ।।।

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190811
১১ মার্চ ২০১৪ রাত ০৯:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
২৬ মার্চ ২০১৪ সকাল ০৯:১৮
148069
বিদ্রোহী নজরুল লিখেছেন : ওয়ালাইকুমুস্সালাম ওয়ারাহমাতুল্লাহ।
শোকরান।
190833
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩২
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৬ মার্চ ২০১৪ সকাল ০৯:১৯
148070
বিদ্রোহী নজরুল লিখেছেন : আলহামদুলিল্লাহ.!
জাযাকাল্লাহ খাইর।
190921
১২ মার্চ ২০১৪ রাত ১২:১৫
এলিট লিখেছেন : এই ছবিটি বেশ কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে। অনেকে এই ছবি দখিয়ে জামায়াতের বদনাম করছে । কেউ আবার ছবিটি দেখিয়ে আওয়ামী লীগের বদনাম করছে।
ছবিটি দেখে বানানো ছবি বলে মনে হয়। যদি সত্য ছবিও হয় তবুও জামায়াত এর সমর্থকের এটা নিয়ে দুঃখিত বা রাগ হওয়ার কোন কারন নেই। প্রথমত, এটা একটা অজ্ঞ গ্রাম যেখানে জামায়াত কেন, কোন দলই নেই। দ্বিতীয়ত, এমন একটা গ্রাম বানিয়ে ওরা এটা প্রমান করেই ছাড়ল যে এই গ্রামটি ছাড়া সারা বাংলাদেশে জামায়াত রয়েছে।
১২ মার্চ ২০১৪ সকাল ০৭:২৬
141966
বিদ্রোহী নজরুল লিখেছেন : সহমত।ধন্যবাদ। Good Luck Good Luck
190929
১২ মার্চ ২০১৪ রাত ১২:২৫
বাজলবী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ মার্চ ২০১৪ সকাল ০৭:২৭
141967
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।Happy
190938
১২ মার্চ ২০১৪ রাত ১২:৪৮
প্যারিস থেকে আমি লিখেছেন : পুরোই বিদ্রোহ।
১২ মার্চ ২০১৪ সকাল ০৭:৩০
141968
বিদ্রোহী নজরুল লিখেছেন : বাংলার প্রতিটি মানুষই আজ বিদ্রোহী, কেউ প্রকাশ করার সাহস করে আমার কেউ ভয়ে মরে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File