আহলান ওয়া সাহলান, শাহারু রামাদান।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২৮ জুন, ২০১৪, ০৫:২৪:৫৮ বিকাল
يأيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ●《 ١٨٣》
" হে ঈমানদারগণ ! তোমাদের জন্য রোযা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল। সম্ভবত তোমরা পরহেযগার হবে।" -(সূরা আল বাকারা ঃ ১৮৩)
আজ থেকে মধ্যপ্রাচ্যের সৌদিআরব সহ পৃথিবীর অনেক দেশে রহমত-বরকত ও মাগফিরাতের মাস,কোরআন নাযিলের মাস,ইবাদতের মাস,কৃচ্ছ্রতাসাধনের মাস,যাকাত-ফিতরার বিধান পালনের মাস,মোবারক মাস,পবিত্র "মাহে রামাদান" শুরু হতে যাচ্ছে।
আসুন আমরা সবাই "মাহে রামাদানকে" ট্রেনিংয়ের মাস হিসেবে গ্রহন করে আত্মিক পরিশুদ্ধি অর্জনের জন্য সচেষ্ট হই এবং তাকওয়াপূর্ণ ঈমানের জন্য আল্লাহর কাছে সিজদাবনত চিত্তে কায়োমনোবাক্যে প্রার্থনা করি।
মহান আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং যেই সমস্ত সৌভাগ্যবানগণ পৃথিবীপতির বিশেষ রহমতপ্রাপ্ত আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করে দিন। এই মোবারক মাসে আমাদের জীবনের সমস্ত গুনাহ সমূহ মুছে দেন।
----আমীন,আল্লাহুম্মা আমীন।
বিষয়: বিবিধ
১৫৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমযানুল মুবারক!
মন্তব্য করতে লগইন করুন