জনাব বশির আহমেদ এএসপি, আপনি হয়েছেন নন্দিত, আর তারা হয়েছে নিন্দিত- ঘৃণিত।
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৮ জুন, ২০১৪, ০৫:০২:০৫ বিকাল
আলহামদুলিল্লাহ, ভালো লাগছে দেখে যে দেশে এখনও প্রচুর সৎ পুলিশ অফিসার রয়েছেন, যারা হাসিনা-শামীম ওসমান-নূর গংদের অন্যায় কাজে সহযোগিতা না করে বরং সাথে সাথে অত্যন্ত সাহসী ও দৃঢ় প্রতিবাদ করেছেন।
জনাব বশির আহমেদ এএসপি, আপনি জাতির অহংকার, পুলিশের দায়ত্ত ও নিষ্ঠাবান সৎ ও যোগ্য অফিসার। আপনাদের সততায় কোটি টাকার লোভে খুনী অফিসারদের অপকর্ম ধুয়ে-মুছে সাফ হয়ে যাক, জাতি মুক্তি পাক।
জীবনের ঝুঁকি নিয়ে যে সততার পরিচয় আজ আপনি সারা জাতির সামনে পেশ করলেন, আপনার সহকর্মীরাও আপনাকে আনুসরন করবে- আশা করছি। আপনি হয়েছেন নন্দিত, আর তারা হয়েছে নিন্দিত- ঘৃণিত ।
আপনার কথাগুলো শুনছিলাম, আর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে আসছিল; না , কোন কষ্টের কান্না নয়, আনন্দ অশ্রু। আপনার চোখে মুখে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ দেখতে পেলাম।
বিষয়: বিবিধ
১২৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওয়ামীলীগ ইজিতে ছাড় দেবেনা।
দেখুন-
রেসমার ১৭ দিন না খেয়ে বেছে থাকা আর এ এসপি বশিরের শামিম ওসমানের বিরুদ্ধে কথা বলা একই সুত্রে গাঁথা !
লিখেছেন এমডাডুল হক পারভেজ
২৮ জুন, ২০১৪, ১২:৫৫:২২ দুপুর
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/6678/ifarvez/48223#.U67JW0D-aho
@রঙ্গিন স্বপ্ন
রঙ্গিন স্বপ্ন বাস্তবে বড্ড ধূসর!!
সন্দেহ বেঠিক হলে খুশী হবো
মন্তব্য করতে লগইন করুন