ক্ষণিকের এই দুনিয়ায় আমরা যারা নির্যাতিত তারা না হয় সুখ নাইবা করলাম...!!!
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ১১ জুন, ২০১৪, ০৫:৩৪:৪৪ বিকাল
সৃষ্টির আদিকাল হতে এই পৃথিবীর তাবৎ পরাক্রমশালী মিথ্যাবাদী শাসকের শেষ পরিণতি কিন্তু খুবই নির্মমতায় পর্যবসিত হয়েছে;ইতিহাস অন্তত তাই প্রমাণ করে।
মজলুমের আর্তনাদ আর মানবতার আর্ত চিৎকার কখনো কোন দিনও কোন জালিমকে ক্ষমা করেনি।
বর্তমানেও যারা অবৈধভাবে কুক্ষিগত করা ক্ষমতাকে প্রলম্বিত করার ঘৃণ্য অপচেষ্টা আর দেশবিরুধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ। সময়ের পরিপ্রেক্ষিত তাদেরকেও এক দিন এহেন কর্মকান্ডের জন্য জবাবদিহি করতে হবে।
মিথ্যার পসরা সাজিয়ে জালিম শাসকবৃন্দ দৃশ্যত কিছু প্রমাণিত ধ্রুব সত্যকে অস্বীকার করতে চায় তারা কখনো সফলকাম হতে পারেনি এবং পারবেওনা।
ওরা বড়জোর ক্ষণিকের জন্য আমাকে আপনাকে যৎসামান্য কষ্ট দিতে পারবে বৈকি..!
পরকালের কঠিন আযাবের তুলনায় তাদের দেয়া এই কষ্ট কিছুইনা।
ক্ষণিকের এই দুনিয়ায় আমরা যারা নির্যাতিত তারা না হয় সুখ নাইবা করলাম;কিন্তু আখিরাতের অনন্ত জীবনের জন্য মহান রাব্বুল ইজ্জতের দরবারে চিরসুখী জান্নাতের প্রত্যাশার করি।
বিষয়: বিবিধ
১৫০৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই ভালো
মন্তব্য করতে লগইন করুন