... তুমি বিহনে আজ আমি বিবেকহীন অন্ধ !!!
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ১২ আগস্ট, ২০১৪, ০৭:৩৯:১৪ সন্ধ্যা
বিশ্বাস কর হে বন্ধু ! তোমার উপর আমার কোন অভিমান নেই;অভিযোগও নেই, নেই কোন অনুযোগও।সব দোষ আমার। তোমার সঙ্গ ত্যাগ করে আজ আমি বড়ই ক্ষতিগ্রস্ত । তুমি বিহনে আজ আমি বিবেকহীন অন্ধ।
ভেবেছিলাম তোমার বাড়িয়ে দেওয়া হাত ধরে আমি অর্জন করব ইস্পাতকঠিন বলিষ্টতা।স্বপ্ন দেখেছিলাম তোমার সংস্পর্শে এসে অর্জিত করব প্রকৃত মনুষ্যত্বতা। আশায় বুক বেঁধেছিলাম তোমার সান্নিধ্যে দুর হয়ে যাবে সারা জীবনের গ্লানিময় জড়তা;অর্জন করতে পারব ইর্ষণীয় জ্ঞানের বারতা।
কিন্তু না, তা আর হয়ে উঠল কবে ! সত্যিই আমি বড়ই দূর্ভাগা তোমার আর অামার মাঝে সৃষ্টি হওয়া প্রলম্বিত দুরত্ব কেবল বাড়ছেই বাড়ছে। অথচ তা কখনোই আমার কাম্য ছিলনা।
তবে মনে রেখ তোমাকে আমি কোন দোষ দেবনা, সব দোষ আমারই। তোমার সংস্রবচ্যুত এই আমি কোন দিনও নিজেকে ক্ষমা করতে পারবনা।অথচ আমাকে বিবেকবান করে তোলার দায়িত্ব তুমিই নিয়েছিলে! পার যদি ক্ষমা কর তুমি মোর সব অবহেলা।
তৌফিক চাই প্রভুর দরবারে সদা,
তিনি যেন দুর করে দেন তোমার আর আমার সব বিরহগাঁথা !!!
...যার বিরহে আমি মরি সেই আর কেউ নয়,সেই হচ্ছে সকলের একমাত্র অকৃত্রিম বন্ধু " ইসলামিক বই " !! কেউ আবার মাইন্ড খায়েন্না কইলাম।
বিষয়: বিবিধ
১৬৪১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন