বৃষ্টিস্নাত সন্ধ্যাবেলা কে দিল তোমায় উপহার???

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ১৬ আগস্ট, ২০১৪, ০৮:১৫:৩১ রাত

বৃষ্টিস্নাত সন্ধ্যাবেলা কে দিল তোমায় উপহার?

নিভু নিভু প্রদীপের আবছা আলোতে সিজদা কর তাঁহার;

যিনি আরশের অধিপতি মহামহিম পরোয়ার।

মিথ্যামোহে বাঁধিয়াছি ঘর,

সাত আসমানের নিচে।

ছাড়িতে হবে সখ্যতা যত,

প্রাণের প্রয়াণ শেষে।

যেতে হবে একা সঙ্গী বিহনে,

না ফেরার সেই মহাদেশে।

জীবনের ক্ষয়িষ্ণুতা রুধিবার সাধ্য আছেকি বল তোমার?

পূণ্য পূণ্যে ধন্য কর জীবন,

থাকিতে যৌবন জোয়ার।

পুনরুত্থান দিনের মহাবিচারক বাদশার বাদশা তিনি।

বিন্দু বিন্দু জানি দিতে হবে হিসাব,

যত দিয়েছি ভবে সময়ের কোরবানি।

ক্ষমা কর হে মালিক রহমানুর রাহিম,

জানি তোমার করুণার ধারা অপার অপরিসীম।

পাপিষ্ঠ আমি, অবাধ্য আমি, আমি গুনাহগার!

জান্নাত দিও মোরে হে গাফফার,হে সাত্তার, আর্জি করি সদা, মাথানত করি সর্বদা দরবারে তোমার।।



বিষয়: বিবিধ

১৪৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254953
১৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৪
আফরা লিখেছেন : জান্নাত দিও মোরে হে গাফফার,হে সাত্তার, আর্জি করি সদা, মাথানত করি সর্বদা দরবারে তোমার।

অনেক ভাল লাগল ধন্যবাদ ।
১৭ আগস্ট ২০১৪ রাত ০৯:১০
199045
বিদ্রোহী নজরুল লিখেছেন : আমিন।Praying Praying Praying
254970
১৬ আগস্ট ২০১৪ রাত ০৯:২৬
শিশির ভেজা ভোর লিখেছেন : আহ! কদম ফুলের উষ্ণ ছোয়া পেতে ইচ্ছে করছে। দারুণ লিখেছেন দারুণ
১৭ আগস্ট ২০১৪ রাত ০৯:১২
199049
বিদ্রোহী নজরুল লিখেছেন : আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ | Good Luck Good Luck
254987
১৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
এখানে ভয়ংকর বৃষ্টি হচ্ছে।
আল্লাহই ভরসা।
১৭ আগস্ট ২০১৪ রাত ০৯:১৩
199051
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ | Love Struck Love Struck
255048
১৭ আগস্ট ২০১৪ রাত ০১:৫০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৪ রাত ০৯:১৪
199054
বিদ্রোহী নজরুল লিখেছেন : ধন্যবাদ আপনাকেও Good Luck Good Luck |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File