ক্ষণিকের কবিতা
লিখেছেন লিখেছেন আহমাদ তাহসীন ১৬ আগস্ট, ২০১৪, ০৮:৩৫:৫৪ রাত
লিখতে গিয়ে কলম থমকে দাঁড়ায়
ভাবনার আকাশে তোমা হতে বিচ্ছি্ন্ন হওয়া
এক অব্যক্ত উপন্যাসের অকাল পরিসমাপ্তি
তারপর হেঁটে চলা সেই আগের পথে
প্রত্যাশা একটাই, যদি ফিরে পাই…
তবে আর ভূল করবো না, শুধরিয়ে নিবো
তারপর হেঁটে চলবো একাকী আপন পথে
যে পথ শুধুই আমার, থাকবে না প্রত্যাশা…
হয়ত এটাই নিয়তি, আকাংখা অধরাই থাকবে
প্রত্যাশা প্রাপ্তিতে মিলবেনা, প্রাপ্তি ই প্রাপ্য
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবুও কেটে যায় একাকী দিন
ফিরে পাবো না হয়তো তাকে কখোনো
চাপা পড়ে থাকে দুঃখ-লুকানো
আশা করি তবুও পাবো শীঘ্র মুক্তি
মৃত্যুই হয়তো দিবে সে সুখটি!
মন্তব্য করতে লগইন করুন