কবিতা (১৯৯৯ সালে লিখা্)

লিখেছেন লিখেছেন আহমাদ তাহসীন ১৫ আগস্ট, ২০১৪, ০৩:০৩:২০ রাত

কবিতা লিখবো বলে কলম ধরিনি

কবি হতে আমি চাই না

তারপরও মনেহয় তুমি একটি জীবন্ত কবিতা

একটি কাব্য কিংবা একটি গান

পহেলা বৈশাখ, ৮ ই ফাল্গুন, ২৬ শে মার্চ, ১৬ই ডিসেম্বরে

তোমাকে খুঁজি ফিরি আমি মানুষের ভীড়ে

১৬ ডিসেম্বর দেশ স্বাধীন করেছি

কিন্তু তোমার হৃদয় জয় করতে পারিনি

আমি আশাবাদি তাই তোমাকে খুজি আমি

প্রকৃতির সবুজের মাঝে

জ্যোৎস্না স্নাত রাতে চাঁদের আলোয়

অমাবস্যার রাতে হারিয়ে যাওয়া তারার আলোয়

হয়ত বা কোন গানের সুরে

তোমাকে খুঁজতে খুঁজতে আজ আমি-

বড্ড ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন

তারপরও আমি তোমার পথ চেয়ে বসে আছি

হয়ত তুমি উঠে আসবে সবুজের মাঝ হতে

বাঁশির সুর হতে

কিন্তু-

তখন আমি কি পারবো তোমায় নিতে?

তারপরও তুমি এসো!

তোমার সৌন্দর্য্যে ক্ষুধার্তরা ভূলে যাক ক্ষুধা

তোমার আলোয় দূরিভূত হোক অন্ধকার!

পৃথিবীতে নেমে আসুক শান্তির বার্তা

প্রকৃতি জেগে উঠুক নতুনভাবে।

তাই তোমার পথ চেয়ে আমি বসে আছি

বসে আছি তুমি- কবে আসবে….

এই আশায়..

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254411
১৫ আগস্ট ২০১৪ রাত ০৪:১৬
বুড়া মিয়া লিখেছেন : পাবেন না তাকে কখনই হয়তো –

সকল দেশের রাণী সে যে .... আজ এ রাজার ঘরে তো কাল ও রাজার ঘরে গিয়ে লুটোপুটি খাচ্ছে।

আর যদি একান্তই ফিরে পেতে চান তাকে – তবে অবশ্যই অপারেশনের মাধ্যমে তার থেকে রাণী তকমা ঝেড়ে ফেলে সৌর্য্য-বীর্য্যে উদ্দীপ্ত রাজা হিসেবে গড়ে তুলুন ...
১৫ আগস্ট ২০১৪ রাত ০৪:২৯
198164
আহমাদ তাহসীন লিখেছেন : জী বুড়া মিয়া আপনে ঠিক ই বলেছেন, বুড়া মানুষের কথা ঠিকই হতে পারে। Happy ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File