কবিতা কায়েম কর
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ জুন, ২০১৪, ০৫:৩০:২৯ বিকাল
গদ্যে যুক্তি আছে তবু তোমার মুক্তি নেই
পদ্য তোমার পদে পদে, পথে পথে পড়
এবার কবিতা কায়েম কর!
সাত বছর বয়স হলে অবশ্যই ডেইলি কবিতা পড়তে হবে
দশ বছর বয়স হতে-
কবিতা না পড়লে তার তিনবেলা খাবার বন্ধ!
কবিতা না পড়লে তাকে একঘরে করে দেয়া হবে!
কবিতার বই না কিনলে তাকে চাকরি ছাড়তে হবে!
অতএব বাঁচতে চাইলে কবিতা পড়
এবং কবিতা কায়েম কর!
কবিতা না বুঝলে তার সাথে কথা বলব না
তার দোকানে কেনাকাটা করতে যাব না
যে কবিতা বুঝবে না তার সাথে মেয়ের বিয়ে দিব না
কবিতা না বুঝলে তাকে ভোট দিব না,
তার ওপেন হার্ট সার্জারীতে রক্ত দিব না!
অতএব বাঁচতে চাইলে কবিতা পড়
এবং কবিতা কায়েম কর!
বিষয়: সাহিত্য
৮৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কবিতার নামই হলো নামায!
অনেক অন্নেক ভালো লাগ্লো প্রিয় কবি আপনাকে!
এবং কবিতা কায়েম কর!
মন্তব্য করতে লগইন করুন