হতভাগা জাতি বুলেটের জবাব আজ ব্যালটের মধ্যমে দিতে পারছে না!
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ০৪ জানুয়ারি, ২০১৪, ০৫:৩৯:১১ বিকাল
Abraham Lincoln বলেছিলেন
The ballot is stronger than the bullet.
দুভার্গ্য এই জাতির এই দুঃসময়ে,
বুলেটের ছড়াছড়ির মধ্যে, বুলেটের
জবাব আজ তারা ব্যালটের মধ্যমে
দিতে পারছে না।
হিটলারের শাসন দেখেনি, মুজিবের শাসন
দেখিনি, দেখেছি হাচিনার শাসন, তাতেই
অন্তরে আজ রক্তক্ষরণ। পাশবিকতার হাজারো
নমুনা আজ দুচোখে প্রতিনিয়ত দেখা যায়।
আজ বিপন্ন হয়েছে মানবতা, পাড়া মহল্লা
ঘরবাড়ি, অলিগলি আজ রক্তে রঞ্জিত।
কবর রচিত হয়েছে গণতন্ত্রের!
হায়নাদের হাত থেকে আজ মুক্তকামী জনতা
আজ মুক্তি চাই।
এর শেষ কোথায়? তাও অনুমান করা অনিশ্চিত।
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন