দেশের গণতন্ত্রের সার্থে নির্বাচনের নামে প্রহসনের বিরদ্ধে অবস্তান নিন।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৪ জানুয়ারি, ২০১৪, ০৬:০৩:৫৪ সন্ধ্যা
গণতন্ত্রের মূলমন্ত্র হলো একটি সুষ্ট নির্বাচন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের প্রকাশ পায়। পরিবার থেকে শুরু করে সর্বত্রই গণতন্ত্র থাকা উচিত পরিবেশের সার্থে। আবার যখন এই নির্বাচন প্রহসনের কারণ হয়ে দাড়ায় তখন এই প্রহসনের বিরদ্ধে অবস্তান নেওয়া গণতন্ত্রকামী জনগনের দায়িত্ব। আগামী কাল ৫ জানুয়ারী আওয়ামী সরকার দেশের সিংহ ভাগ মানুষের ভোটাধিকার কৌশলে হরণ করে একটি প্রহসনের নাটক পরিবেশন করতে যাচ্ছে যা দেশের গণতন্ত্রের জন্য হুমকি।জাতিসংগসহ বিশ্বের প্রায় ৮০ টি গণতান্ত্রিক দেশ এই নির্বাচনের বিরদ্ধে অবস্তান নিয়েছে। দেশ বিদেশের গণতন্ত্রের বুদ্ধিজীবিরা এই নির্বাচনকে তামাশার কেত্র বলে বক্তব্য দিয়েছেন। দেশের প্রধান বিরোধী জোট সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনকে প্রত্যাহর করেছেন। আমরা জানি শুধু মাত্র আওয়ামীলীগের রাজনৈতিক জোটের রাজনৈতিক ভাষায় যাদের এতিম দল বলা হয় তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে।নির্বাচনের আগেই ১৫৪ জন আওয়ামিলিগার এমপি হয়েগেছেন যা হাস্যকর।
প্রধান বিরোধী জোটকে কৌশলে নির্বাচনের বাহিরে রেখে আওয়ামীলীগ তাদের নিজেদের অধীনে নির্বাচন করে দেশের গণতন্ত্রের কবর রচনা করতে যাচ্ছে। দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে যার প্রধান কারণ আওয়ামীলীগ দ্বারা দেশের জনগনের অধিকার হরণ। তাই দেশের স্বাধীনতা রক্ষার সার্থে গণতন্ত্রের সার্থে এই প্রহসনের নির্বাচনের বিরদ্ধে অবস্তান নেওয়া আমাদের সকলের উচিত।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমজনতা এক হও ,হাসিনাকে বিদায় দাও।
চারপাশে জনগনে পেটাচ্ছে ঢোল
মন্তব্য করতে লগইন করুন