আর পারিনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ জানুয়ারি, ২০১৪, ০৬:১২:২৪ সন্ধ্যা
বুকের মধ্যে জ্বলছে শুধু
যেন মরুভূমি ধূ ধূ
ডাক্তার বলল অন্য কিছু
গ্যাস্ট্রিক কিংবা আলসার না।
আর পারিনা, আর পারিনা।।
দেখছি চোখে ওলোট পালট
চলতে ফিরতে খাচ্ছি হোচট
ডাক্তার বলল অন্য কিছু
ল্যান্স কিংবা চশমা লাগবেনা।
আর পারিনা, আর পারিনা।।
ঘুরছে মাথা ঢুলে ঢুলে
টানছি ছিড়ছি নিজের চুলে
ডাক্তার বলল অন্য কিছু
সাইনাস কিংবা মাইগ্রেন না।
আর পারিনা, আর পারিনা।।
আমি নাহয় ছিলাম ভিরু
বুঝল সবাই বুঝলনা মিরু
হন হনিয়ে চলে গেল
আরতো ফিরে আসলনা।
আর পারিনা, আর পারিনা।।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবনটা হল ভাংগা হাড়ি।
মনটা হল ফাকা গাড়ি।
ডাক্তার বলে ও কিছুনা,
ও ছিল শুধুই ভাললাগা
ভালবাসা তাই হল না ।
(ফাটাফাটি কমেন্ট)
মন্তব্য করতে লগইন করুন