পৃথিবী আমার আসল ঠিকানা নয়

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৫:৫৮:৩৫ বিকাল

পৃথিবী আমার

আসল ঠিকানা নয়

মরন একদিন মুছে দেবে

সকল রঙ্গিন পরিচয় ।।

মিছে এই মানুষের বন্ধন

মিছে এই স্নেহ প্রীতি ক্রন্দন ।

মিছে এই জীবনের রংধনু সাতরং

মিছে এই দুদিনের অভিনয় ।।

মিছে এই ক্ষমতার দ্বন্দ

মিছে গান কবিতার ছন্দ ।

মিছে এই আভিনয় নাটকের মঞ্চ

মিছে এই জয় আর পরাজয় ।।

কথাঃ কবি মতিউর রহমান মল্লিক ।

বিষয়: বিবিধ

৩৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File