কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর
লিখেছেন লিখেছেন হতভাগা ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৫:৪৮:৪০ বিকাল
08 Dec, 2013 মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে দেওয়া মৃত্যুদ-াদেশ কার্যকর করার জন্য পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সন্ধায় ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী লাল কাপড়ে মোড়ানো পরোয়ানার কপি জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এর আগে রোববার বিকাল ৪টার দিকে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী লাল কাপড়ে মোড়ানো পরোয়ানার কপি জেল কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়ার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল ত্যাগ করেন।
এর আগে আজ বেলা পৌনে ১১টার দিকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিনের কাছে রায়ের কপি হস্তান্তর করেন।
গত বৃহস্পতিবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেন সুপ্রিমকোর্ট। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন সাজা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের রায় দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ওই রায় দেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা), বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
উৎসঃ শীর্ষ নিউজ ডটকম
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন