আপনার কী মনে হয়?
লিখেছেন লিখেছেন কে বা কারা ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৫:৪৩:১১ বিকাল
অনেক কিছুই মনে হতে পারে।
কিন্তু আমার কাছে আশ্চর্য লেগেছে জামায়াতের নেতা-কর্মীদের কথাবার্তায়। তারা প্রথমে বলেছিলেন, কিছুই হবে না। এরপর বলেছেন, দেখা যাক। তারপর বলেছেন, মনে তো হয় একটা কিছু করে ফেলবে ওরা। এখন বলছেন, ফয়সালা তো আসমানে।
শেষের এই কথাটা তারা প্রথমে বলেননি।
যাই হোক, আমার বিশ্বাসের কথা এবার বলি।
সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
يَقُولُونَ لَئِن رَّجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ ۚ وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَٰكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ
[ওরা বলে, আমরা যদি শহরে ফিরে যাই, তখন সেখান থেকে সম্মানিতরা অপমানিতদেরকে বের করে দেবে। অথচ সম্মান হচ্ছে আল্লাহর, তাঁর রসূলের এবং মুমনিদের। কিন্তু মুনাফিকরা জানে না।]
সূরা নূরের ১১ নম্বর আয়াতে আয়েশা রদিয়াল্লাহু আনহার ওপর চাপানো অপবাদের ব্যাপারে আল্লাহ বলেছেন,
إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ مِّنكُمْ ۚ لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم ۖ بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ ۚ لِكُلِّ امْرِئٍ مِّنْهُم مَّا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ ۚ وَالَّذِي تَوَلَّىٰ كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ
[যারা মিথ্যা অপবাদ রটিয়েছে, তারা তোমাদেরই একটি দল। তোমরা মনে কোরো না যে, সেটা তোমাদের জন্য খারাপ। বরং তা তোমাদের জন্য ভালো। প্রত্যেকের জন্যই ততটুকু আছে, যতটুকু পাপ সে কামাই করেছে। আর তাদের মধ্যে এব্যাপারে যে অগ্রণী ভূমিকা নিয়েছে, তার জন্য প্রচণ্ড শাস্তি আছে।]
সুতরাং, আল্লাহর কসম! আল্লাহর কসম! আল্লাহর কসম! আল্লাহর ইজ্জতের কসম! আল্লাহ কোনো মুমিনকে অপমানজনক মৃত্যু দেবেন না।
وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান
আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন