সুজাতা সিংহের স্পর্ধা!

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ০৪ ডিসেম্বর, ২০১৩, ১০:০৭:৪০ রাত

এরশাদের সাথে বৈঠকে ভারতের পররাষ্ট্র

সচিব সুজাতা সিং বলেন- অন্য কোনও দল

যদি ক্ষমতায়

আসে তাহলে জামাতে ইসলামীর উথান

হবে আপনি কি সেটা চান?

ভাবতে অবাক লাগে ভারতের এই সচিবের

এই দুঃসাহস দেখে। একটা স্বাধীন দেশের

অভ্যন্তরীণ ব্যাপারে এই

মহিলা কথা বলার কে?

কে তাকে এই ক্ষমতা দিচ্ছে?? কেইবা নিজ

হীন স্বার্থে এই দেশের কর্তৃত্ব আরেক

রাষ্ট্রের হাতে তুলে ক্ষমতায়

যেতে মরিয়া তা বুঝতে হলে নিউটন

হতে হয় না!

ইলিশ পান্তা দিয়ে পাশের তল্লাটের

নোবেল বিজয়ীকে ভুরিভোজ থেকে শুরু

করে গত পাঁচ বছরে হাসিনা সরকারের

নতজানু পররাষ্ট্র নীতি আর নির্লজ্জ

ভারত চাটুকারিতার ফলে সুজাতা সিং নামের

এই মহিলা আজ আমাদের দেশের

নির্বাচনে নাক গলায়! ধিক এ চাটুকারিতা!

যেই দেশের সরকারের একটা মুখ্য

মন্ত্রীকে বাগে এনে তিস্তার

পানি সুরাহা করতে পারে না, যেই দেশের

সরকার সীমান্তে নিরীহ বাংলাদেশিদের

হত্যার ব্যাপারে কোনও

কার্যকরী প্রদক্ষেপ নিতে পারে না , সেই

ভারত,সেই দেশ-

আসে মাতব্বরি ফলাতে আমাদের দেশে!

আসে কোন দল ক্ষমতায় যাবে আর

কে যাবে না নির্ধারণ করে দিতে!!

একটা স্বাধীন দেশে এর চেয়ে বড়

লজ্জা কি হতে পারে???

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File