পট্টি

লিখেছেন লিখেছেন মতলুব ০৪ ডিসেম্বর, ২০১৩, ১০:০২:৩৮ রাত





পট্টি আমি ভালবাসি নির্বাচনের কালে,

ছুড়ে ফেলি মহাসুখে নির্বাচনটা গেলে।

ইসলাম নিয়ে ঠাট্টা করি হিন্দু খ্রীষ্টান মিলে,

পট্টি পরে ধর্মটাকে খাচ্ছি সবাই গিলে।

পট্টিতে রং সাদা কালো রওজা পাকে গিয়ে,

ফিরেছি আমি অঞ্জলিতে ভোটের দোয়া নিয়ে।

ইসলামটাকে ভালবাসি বঙ্গবন্ধুর মতো,

বুলেট দিয়ে মানুষ মারি রক্ত অনাবরত।

আমার বাবার স্বাধীন দেশে পট্টি ভালবাসি

খুনের রক্তে দেশ রাঙাচ্ছি আমি সর্বনাশি।

পট্টি মাথায় ভোট পাই বেশ থাকি মহাসুখে,

আগুন দিয়ে পুড়িয়ে মানুষ সান্তনা দেই মুখে।

দেশের মানুষ ভালবাসে পট্টি ঘেরা মাথা,

ধর্ম ব্যবসা জমে ওঠে লাগেনাতো ছাতা।

সারা দেশে রব উঠেছে পট্টি পট্টি করে।

হঠাও পট্টি বাঁচাও ধর্ম শরমে বুবু মরে।

পট্টি মাথায় বুবু চলে মাজার ঘুরে ঘুরে,

ধর্ম নিয়ে ব্যবসা করে ভোটটি পাওয়ার তরে।

ভুলবে না আর দেশের মানুষ পট্টির রং দেখে।

ভোটটি দিবে নেক নিয়তে কোরআনী রং মেখে।

বিষয়: সাহিত্য

১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File