বীরেরা অম্লান!

লিখেছেন লিখেছেন মতলুব ১১ ডিসেম্বর, ২০১৩, ০৫:১২:৩১ বিকাল



তোমারা প্রকৃত বীর!

বীরেরা মরে না,

মরতে জানে না,

তোমারা দেশের প্রতিটি মানুষের হৃদয়ে,

তোমারা একজন নিরপরাধ মানষের পরম বন্ধু,

হে জাতীয় বীরেরা মহান আল্লাহ তোমাদের সহায় হোন

এক বুক কষ্ট নিয়ে তিনি জান্নাতে যাচ্ছিলেন

সেটা মহান রব তোমাদের হাত দ্বারা বন্ধ করালেন।

সুবহানাল্লাহ! মহান রবের কি কুদরত!

শুনেছি ফাঁসির মঞ্চ থেকে অনেকে ফিরে এসেছে

কিন্তু আজ তার বাস্তব প্রমাণ পেলাম।

হে রব তোমার পায়ে লুটে সিজদা করি

আর দুই বীরের জন্য রহিল

প্রাণ ঢালা দোয়া।

বিষয়: বিবিধ

১৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File