ঘন দুর্যোগ পথে দুর্ভোগ
লিখেছেন লিখেছেন মতলুব ১১ ডিসেম্বর, ২০১৩, ১১:৫১:৪৭ সকাল
মিথ্যা ফাঁসি অস্বস্তি রায়
মানিনা মানিনা মানবো না
কলঙ্কেরই ইতিহাস মিছে
বিলিনে হবে সত্যের জয়
ঘন দুর্যোগ পথে দুর্ভোগ
চল’রে শামলে টালমাটাল
পাহাড় বনানী সাগর পেরিয়ে
ভাঙরে বাঁধার মিথ্যাচল।
হিমালয় ভেঙে দুর্গম পথে
আগ্নেয়গিরি অগ্নুৎপাত দলে
চলতে হবে সম্মুখপানে
বিজয় ছিনিয়ে অনন্তকালে।
রক্ত স্রোত হিংস্রতা দলে
অন্যায় আর অসহ্য ভুলে
দ্বীন ঈমানের কালিমা এঁকে
চলরে বন্ধু দুর্বার তালে।
বিষয়: বিবিধ
১৩৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন