আর মাত্র কয়েক মিনিট পরেই----------
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১১ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৭:২৫ সকাল
-------আর মাত্র কয়েক মিনিট পরেই---
ফাঁসির মঞ্চ প্রস্তুত---
ফাঁসির মঞ্চের লাইট জ্বলছে--
কয়েকজন জল্লাদকে রেড়ি রাখা হয়েছে--
তওবা পড়ানোর জন্য আলেমকে আনা হয়েছে--
কারাগারের বড় বড় কর্মকর্তারা ব্যস্ত--
কারাগারের বাইরে শত শত ক্যামেরাম্যান অপেক্ষা করছে-
ফাঁসির আসামী মৃত্যুর জন্য প্রস্তুত আছে--
আর কিছুক্ষন পর তার মৃত্য হবে--
তার পরিবারের সদস্যরাও শেষ বিদায় জানিয়েছে--
আসামীর ভক্তরা দেশ-বিদেশে কাঁদছে--
আল্লাহর কাছে সাহায্য চাইছে--
কিন্তু রাখে আল্লাহ মারে কে?
ফাঁসির কিছুক্ষন আগে আল্লাহর বিশেষ রহমতে-
ফাঁসির আদেশ স্থগিত হয়ে গেল--
যারা ফাঁসি দিয়ে হত্যা করতে চেয়েছিল তারা এখন হতাশ--
এখন তারা কাঁদছে--বিক্ষোভ করছে--তারা এখন কিছুটা হলেও লজ্বিত। আল্লাহর ফয়সালার কাছে তারা পরাজিত। আর এইভাবে তারা দুনিয়াতে পরাজিত হয়। আখিরাতেও পরাজিত হবে। কারন জীবন-মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। কেউ জোর করে কাউকে হত্যা করতে পারে না। যতক্ষণ না উপরওয়ালা হুকুম না দেয়। হে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুন। আমিন।
বিষয়: বিবিধ
১৫৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন