কেনো আবদুল কাদের মোল্লাদের জন্ম হয়?

লিখেছেন লিখেছেন আয়নাশাহ ১১ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৫:৫৬ সকাল

যুগে যুগে আবদুল কাদের মোল্লাদের জন্ম হয়। তাদের হয়তো হত্যা করা হতেও পারে, কিন্তু তারা মরেনা। তারা কিয়ামত অবধি জীবিত থেকে হকের নিশান বরদারদের গাইড করতে থাকেন।

আল্লাহ আবদুল কাদের মোল্লাদেরকে তাঁর জমীনে পাঠনা তাঁরই প্রেরীত নবীর কাজকে নতুন করে মানুষের সামনে উপস্থাপনের জন্য। ভুলে যাওয়া অথাবা জংধরা ঈমানী তলোয়ার চালনা হাতে কলমে শিখিয়ে দেয়ার জন্য। নবীওয়ালা কাজের পদ্বতি কি তা বাতলে দেয়ার জন্য।

আবদুল কাদের মোল্লারা আসেন এবং দুনিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যান, হক এং বাতিলের দ্বন্দ কি এবং কোথায়। কি করে হকের সাথে বাতিলের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কোন হিম্মত এবং হিকমতের অবলম্বন করতে হয়।

এরকম আবদুল কাদের মোল্লা দুনিয়ায় খুব বেশী আসেন না। আমাদের এই পোড়া দেশে একজন আবদুল কাদের মোল্লা এসেছিলেন বলে আমাদের গর্ব করা উচিত।

আল্লাহ আমাদের এই আবদুল কাদের মোল্লাকে আমাদের জন্য একটা বিশেষ উপহার হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাকে কবুল করে নিন। আমীন!

বিষয়: রাজনীতি

১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File