যে কোন উপায়ে দমন করুন, দায়িত্ব আমর।

লিখেছেন লিখেছেন আয়নাশাহ ২৯ জানুয়ারি, ২০১৫, ১০:৫০:৩৫ সকাল

যে কোন উপায়ে দমন করুন, দায়িত্ব আমার.......................আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শেখ হাসিনা।

মাননীয় প্রধান মন্ত্রী,

আপনি যখন দায়িত্ব নিলেন তখন এই পুড়ন্ত, জলন্ত, মরন্ত, ভোগন্ত, গুলির মুখন্ত, ডান্ডার তলন্ত, বূটের নীচন্ত, আপনার মহান বচনের বানে আক্রান্ত, আপনার সহকর্মীদের ভ্রুকুটির জ্বালায় জ্বলন্ত, আপনার গৃহপালিতদের মিথ্যার বন্যায় ডুবন্ত এই জনপদের একজন সাধারণ মানুষ যা ভাবে সেটা বলতে এই অধমও দায়িত্ব নিতে বাধ্য হয়েছে।

আজ আপনি আমাদেরকে, আমাদের সন্তান সন্ততি, আমাদের প্রতিবেশী, আমাদের ছাত্র যুবক, আমাদের দেশের আপামর মানুষকে যেভাবে পারে দমন করতে, (হত্যা, গুম, ক্রস ফায়ার, অস্ত্র ঠেকিয়ে বুকে পায়ে গুলি, সরাসরি গুলি করে মারতে) আপনার পুলিশ এবং অন্যান্য অস্ত্রবাজ বাহীনিকে নির্ভয়ে যা কিছু করা দরকার তা করার ওজিএল (ওপেন জেনারেল লাইসেন্স) দিয়ে বলে দিলেন "যে কোন উপায়ে দমন করুন, দায়িত্ব আমার"।

মান্নীয় প্রধান মন্ত্রী, সবিনয়ে জিজ্ঞাসা করি, আপনি কে এমন হত্যার আদেশ দেবার? জল্লাদ ঈয়াহিয়া টিক্কা যখন এদেশের মানুষের উপর অপারেশন সার্চ লাইট চালায় তখনও তারা এমন আদেশ প্রকাশ্যে দিতে সাহস পায়নি। আপনি কোন ক্ষমতা বলে এই আদেশ দিলেন? সংবিধানে বা আইনের কোন ধারায় আপনাকে এমন ক্ষমতা দেয়া হয়েছে যে আপনার সশস্ত্র বাহিনীগুলকে নিরস্ত্র মানুষের উপর যা ইচ্ছা তা করার নির্দেশ দেবেন?

জানি, এই দেশের বুদ্ধি জীবী নামক বিকৃত মানসিকতা সম্পন্ন কেউ আপনার এই আদেশ নিয়ে টু শব্দটী করবে না, সরবোচ্চ আদালতেও যদি কেউ যায় তবুও এর কোনো প্রতিকার হবেনা তবে এই দেশের মানুষ কিন্তু এর প্রতিকার করবেই করবে।

পৃথিবীর ইতিহাসে এমন প্রকাশ্য নির্দেশ কেউ দিয়েছে বলে এখনো জানিনা। অনেক ডিক্টেটর, একনায়ক, স্বৈরাচার দুনিয়া দেখেছে কন্তু আপনার মতো রক্ত পিপাশু কোনো নারী দুনিয়া দেখেনাই।

মনে রাখবেন, ১৯৭৫ সালে আপনারা এই দেশের মানুষকে মুশরিক বানাতে সবকিছু করেছিলেন কিন্তু এই দেশের মানুষকে আল্লাহ তার উপর আস্তাবান রাখতে চেয়েছিলেন বলে আপনাদের সব ফন্দি ফিকির ভেস্তে গিয়েছিল। এবারও সেই আল্লাহ এদেশের মানুষের সাথে আছেন। আপনাদের সকল কৌশলই শেষ পর্যন্ত বিফল হয়ে আপনাদেরই গিলে খাবে। আজ আপনি যেমন দায়িত্ব নিয়েছেন, সেদিনও এর দায়িত্ব আপনাকেই নিতে হবে।

আল্লাহু আকবার।

বিষয়: বিবিধ

১৭৮৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301976
২৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪০
আবু জারীর লিখেছেন : প্রকাশ্যেই এমন লাইসেন্স! গোপনে না জানি আরও ভয়ঙ্কর কি কি নির্দেশ দিয়েছে।
301989
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
301997
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৭
হতভাগা লিখেছেন : দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ভার জনগন উনাকে দিয়েছে ।

উনাকে তো সেটার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতেই হবে।
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৭
244307
লজিকাল ভাইছা লিখেছেন : ভাই,জনগন উনাকে দিয়েছেন !! প্রশ্ন হলঃ জনগন উনাকে কি দিয়েছেন?? কবে দিয়েছেন?? এবং কত দিয়েছেন??

হা ! জনগন উনাকে দিবে !! বিষ কচু, বিষ কচু চেনেন !!
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০২
244316
হতভাগা লিখেছেন : জন গন উনাকে ৮৭% ভোট আসন দিয়েছেন ২০০৮ এর নির্বাচনে । বাংলাদেশের সংবিধান সংশোধনী আনতে ২/৩ মেজরিটি লাগে ।

এই ৮৭% আসন জনগনই উনাদের দিয়েছেন যার ফলে তারা ইচ্ছে মত সংবিধান পরিবর্তন করতে পারছে ।

তারা যদি সংবিধানে এই প্রস্তাবও আনতে চায় যে আওয়ামী লীগ ছাড়া বাকী অন্যদলের সমর্থকদের মেরে ফেলতে হবে তবে সংবিধান অনুযায়ী সেটাই কারেক্ট। কারণ গনতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্টের তন্ত্র।
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০২
244317
হতভাগা লিখেছেন : জন গন উনাকে ৮৭% ভোট আসন দিয়েছেন ২০০৮ এর নির্বাচনে । বাংলাদেশের সংবিধান সংশোধনী আনতে ২/৩ মেজরিটি লাগে ।

এই ৮৭% আসন জনগনই উনাদের দিয়েছেন যার ফলে তারা ইচ্ছে মত সংবিধান পরিবর্তন করতে পারছে ।

তারা যদি সংবিধানে এই প্রস্তাবও আনতে চায় যে আওয়ামী লীগ ছাড়া বাকী অন্যদলের সমর্থকদের মেরে ফেলতে হবে তবে সংবিধান অনুযায়ী সেটাই কারেক্ট। কারণ গনতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্টের তন্ত্র।
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৫
244362
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গনতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা কে সবার উপর চাপিয়ে দেওয়া নয়। এই বেসিক ভুলটি গনতন্ত্র সম্পর্কে অনেকেই করে।
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫১
244601
হতভাগা লিখেছেন : এই অনেককে নিয়েই তো গনতন্ত্র @ রিদওয়ান সাহেব
302000
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:০১
লজিকাল ভাইছা লিখেছেন : "মাননীয় প্রধান মন্ত্রী," এই কথাটার সাথে একমত হতে পারলাম না।
অবৈধ অতিমাননীয় পু্দান মন্ত্রী বলা যেত অথবা আর ও এক ডিগ্রি বাড়িয়ে ব্লা যেত ----- মন্ত্রী ।
302098
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:০৮
শেখের পোলা লিখেছেন : ষোল আনা পুরাতে হবেতো৷
302121
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুনিয়ার দায়িত্ব নিলেন না আখিরাত এর দায়িত্ব নিলেন সেটা বললেন না!!
302166
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:০৬
sarkar লিখেছেন : কাকে দমন করার কথা বলছেন?? আগে দেখেন নিজের পালাবার রাস্তাটা আছে নাকি????
303702
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৩
আবু ফারিহা লিখেছেন : নমরুদ ফেরাউন ও হিটলারকেও হার মানিয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File