এলোমেলো ছবি গুলো - ১৪
লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ২৯ জানুয়ারি, ২০১৫, ১০:৪৩:৪৬ সকাল
বিভিন্ন সময়ে তোলা ও বিভিন্ন সময়ে ফেসবুকে শেয়ার করা ছবিগুলি...
১। দস্যু পরিবার
স্থান : সুন্দরবন - হারবাড়ীয়া
সময় : ২১ নভেম্বর ২০১৪ ইং,দুপুর ২টা ২১মিনিট।
ক্যামেরা : Nikon D80
২। গহীন জঙ্গল
স্থান : সুন্দরবন - হারবাড়ীয়া
সময় : ২১ নভেম্বর ২০১৪ ইং,দুপুর ১টা ৫৮মিনিট।
ক্যামেরা : Canon EOS 1100D
৩। সোনালী আলো
স্থান : সেন্টমার্টিন থেকে ফেরার পথে (কেয়ারী কুতুবদিয়)
সময় : ২৭ জানুয়ারি ২০১২ ইং
ক্যামেরা : Nikon D80
৪। ক্লিক
স্থান : সুন্দরবন - হারবাড়ীয়া
সময় : ২১ নভেম্বর ২০১৪ ইং,দুপুর ২টা ৩৮মিনিট।
ক্যামেরা : Canon EOS 1100D
৫। সৈকতে
স্থান : কক্সবাজার, কলাতলী সৈকত
সময় : ১৮ মে ২০১৪ ইং
ক্যামেরা : Nikon D80
-------------------------------------
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার কিছু ছবি শেয়ার করায় অনেক ধন্যবাদ!!!
সেন্ট মার্টিন হতে ফেরার সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছিলাম , সে সময়ের বেশ কিছু ছবি তুলেছিলাম তবে তা ঝড়ের অব্যহতি পর ''কেয়ারী-সিনবাদ'' নাফ নদীতে ঢোকার সময় ।
কলাতলী বিচ আমার কাছে লাবনী বিচের চেয়ে বেশী ভাল লাগে নিরিবিলি বলেই ।
ঐখানে হোটেল সী-ক্রাউনের সামনে বীচের উপর পাশাপাশি তিনটা খাবারের দোকান ছিল । খোলামেলা ২/৩ তলা বিশিষ্ট ছিল । সেখানে বিকেলে প্রায়ই খেতে যেতাম । ভালই লাগতো ।
এখন আর নেই
সেই ১৯৯৯ সালে আমরা প্রথম সেন্টমার্টিন যাওয়ার চেষ্টা করি। ভাগ্য ভালো ছিলো, আমাদের ছোট্ট ট্রলারটি ৩ নাম্বার সংকেতেও কোনরকমে পেট ভর্তী পানি নিয়ে জাউলাপাড়ায় ভিড়তে পেরেছিলো।
কলাতলী আসলেই নিরিবিলি। সেখান কার রেস্টুরেন্টগুলি বিচের উপরে ছিলো বলে তুলে দিয়েছে। ওদের খাবার কিন্তু বেস ছিলো।
কলাতলি বিচে নামার আগেই যে টিলাটা আছে তার চূড়ায় একটা রেস্ট হাউস আছে। সেখানে আমি ছিলাম দুরাত।
মন্তব্য করতে লগইন করুন