ব্লগের সমস্যা কি আদৈ ঠিক হয়েছে ?
লিখেছেন লিখেছেন হতভাগা ২৯ জানুয়ারি, ২০১৫, ০৯:৫৬:২৫ সকাল
পর পর এই দুটো পোস্টের মধ্য সময়ের ব্যবধান প্রায় ২৬ ঘন্টা !
সপ্তাহ তিনেক আগে ব্লগে যে সমস্যা দেখা দিয়েছিল মনে হয় আজ পর্যন্ত তা সম্পূর্নভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয় নি । নিত্য নিত্য নানা সমস্যায় পড়তে হচ্ছে ব্লগে ঢুকতে এবং মন্তব্য করতে ।
আজ তো মন্তব্য লিখছি , কিন্তু সেটা দেখাচ্ছে না !
ব্লগ কর্তৃপক্ষের কি আদৈ কোন স্বদিচ্ছা আছে ব্লগটাকে একটিভ রাখার ?
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশের সার্বিক পরিস্হিতির মত ব্লগের অবস্হাও নাজুক থেকে নাজুকতর হচ্ছে!
মডুরা বরাবরের মতই নির্বিকার!!!
মন্তব্য করতে লগইন করুন