হে রব আর কত রক্ত চাও?
লিখেছেন লিখেছেন মতলুব ০৯ ডিসেম্বর, ২০১৩, ০১:১৫:০০ দুপুর
জালিম থেকে মুক্ত কর
দ্বীন দুনিয়ার রব
কচি দুটি হাত তুলেছি
চাইনা কোন শব।
রক্ত ফোটা দেশটাকে আজ
দেখলে লাগে ভয়,
জুলুম থেকে বাঁচাও খোদা
চাই তোমার বিজয়।
ফিরিও না হাত দুটি মোর
মোদের দোয়া কর
তোমার হাতেই অস্ত্র দিয়ে
জালিম তুমি মার।
বিষয়: সাহিত্য
১৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন