বিশ্বজিত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ডিসেম্বর, ২০১৩, ০১:০৯:৪৩ দুপুর
বিশ্বজিত তোমার কাছে এই বাংলা ঋণী
তুমিই সেই চাক্ষুষ প্রমাণ কারা ছিল খুনি
সংখ্যালঘুর কীর্তন গেয়ে গাই যারা গান
তারাই দেখ সুযোগ বুঝে ট্রিগারে দেয় টান।
বিশ্বজিত তোমার কাছে জানলাম নতুন করে
কে তোমাকে রক্ষার নামে ধামা দিয়ে মারে
হাত জোড়ে ভিক্ষা চাইলে প্রাণ নিওনা ভাই
মিশন তাদের শেষ হয়নি শুনলনা আর তাই।
বিশ্বজিত তোমার কাছে একটা ছোট্ট দাবী
তাদের কথায় আর দিওনা সংখ্যালঘুর চাবি
এদেশ তোমার এদেশ আমার নেই লঘু গুরু
ভুলটা এবার শুদ্ধ হোক তোমাকে দিয়েই শুরু।
'ওই যে দেহেন, আমার ছেলে দুইডা হাত জোড় কইরা আছে। বলতাছে, আমারে মাইরেন না। তবুও ছেলেডারে মাইরা ফালাইলো!' নিহত বিশ্বজিৎ দাসের ভাস্কর্য দেখিয়ে কথাগুলো বলছিলেন তার মা কল্পনা রানী দাস। শরীয়তপুরের নড়িয়ার মসুরা গ্রামে বিশ্বজিতের নিজ বাড়িতে বানানো হয়েছে ওই ভাস্কর্য। যেখানে বিশ্বজিৎ হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। বিশ্বজিতের এই ভাস্কর্য যেন তার 'মায়ের মন্দির' যেখানে সন্তানের জন্য প্রার্থনা করেন এক মমতাময়ী মা।
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন