নাগরিকদের উপর গুলি চালানো বন্ধ কর

লিখেছেন লিখেছেন মতলুব ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫২:০১ রাত



গণতন্ত্র বন্দী আজ শাসক দলের বন্দরে

ঝরছে রক্ত তপ্ত গুলিতে কাঁদছে মানুষ অন্দরে।

মানুষের মাঝে পুলিশ ওরা বন্ধু সেজে শত্রু,

গণতন্ত্র রক্ষার নামে চলছে লুটের ক্ষেত্র।

ঘরে ঘরে তোরা দূর্গ গড়ে ক্ষতম কর এ স্বৈরচার,

গড়ে তোল তোরা সোনার বাংলা থাকবে নাকো অনাহার।

অহংকারী বাদশা মরবে থাকবে নাকো অনাচার,

বিভেদ ভুলে সামনে চল তুই ভেঙে সকল অত্যাচার।

কেহ কি দেখছে কেমনে জ্বলছে আমাদের এই দেশটা,

আগুনে পুড়িয়ে ধ্বংস করে উড়াবে ভষ্ম শেষটা।

গুলি চালানো বন্ধ করে মানুষ বাঁচাও, দেশ বাঁচাও,

থামাও এবার রক্ত গঙ্গা স্বৈরচারী এবার হঠাও।

বিষয়: সাহিত্য

১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File