তরুণ সেনাপতি মুসার স্পেন বিজয়ের ঘটনা।
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ০২ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩০:০৮ বিকাল
সেনাপতি মুসা ও তার সঙ্গীরা দুইটি যুদ্ধ জাহাজ
নিয়ে স্পেনের সমুদ্র
উপকূলে গিয়ে ভিড়লো। জিব্রাল্টার
প্রণালি পাড়ি দিয়ে।
জাহাজ থেকে সবাই নামলেন। সেনাপতি সৈনিকদের
কাতর বন্দী করলেন।
সেনাপতি মুসা নোঙর করা জাহাজ দুটোর
দিকে গেলেন।
নিজ হাতে সেনাপতি মুসা জাহাজের গায়ে আগুন
লাগিয়ে দিলেন। জাহাজ ধবংস
হয়ে গেলো।
এবার তিনি সৈনিকদের
মুখোমুখি হয়ে ঘোষণা দিলেন। প্রিয় ভাইয়েরা,
আমরা আল্লাহর পথে জেহাদ করতে ঘর থেকে বের
হয়েছি।
স্পেনে উড়াতে এসেছি কালেমার পতাকা।
সামনে আমাদের জন্য
অপেক্ষা করছে শত্রুরা, তাদের তলোয়ার।
আমরা যে জাহাজে করে এসেছি, এ জাহাজ আর
সাগরে ভাসবে না।
সুতরাং পেছনে গেলে সমুদ্রের ঢেউয়ের খোরাক
হয়ে বরণ করতে হবে অপমৃত্যুর
যন্ত্রণা।
এবার তোমরাই ঠিক করো আমারা কি শত্রুর
মোকাবেলা করে গাজীর
বেশে স্পেনের বুকে কালেমার পতাকা উড়াবো না হয়
শহীদী মৃত্যুর স্বাদ গ্রহণ
করবো নাকি সমুদ্রের বুকে আত্মহত্যা করবো।
যেমন সাহসী সেনাপতি, তেমনি তার সৈনিকরা।
সৈনিকরা জানিয়ে দিলেন
লড়াইয়ের ইচ্ছা। মুসলিম সৈনিকরা সেনাপতি মুসার
নেতৃত্বে স্পেনের
খোদাবিরোধী সেনাবাহিনীর সাথে প্রবল
বেগে জিহাদ করলেন। লড়াই করলেন।
অবশেষে স্পেনের বুকে পতপত
করে উড়াতে লাগলো ইসলামের কালেমা খচিত সবুজ
পতাকা।
অসম সাহসী এই যুবকরা সাহস রাখতেন। যৌবন
কে বিলিয়ে দিতেন আল্লাহর
পথে। পরাজয় তাদের দেখে পালাতো। বিজয়
এসে চুম্বন করতে তাদের মজবুত কদম
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন